• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
শাহাবুদ্দিন টিপুর মৃত্যুতে

শেখ রাসেল ক্রীড়া চক্রে শোকসভা ও দোয়া মাহফিল

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৩, ০১:৫৬ এএম

শেখ রাসেল ক্রীড়া চক্রে শোকসভা ও দোয়া মাহফিল

ক্রীড়া ডেস্ক

গত ১ এপ্রিল না-ফেরার দেশে পাড়ি জমান ফুটবল অঙ্গনের পরিচিত মুখ, দেশের শীর্ষ সারির ক্লাব শেখ রাসেল ক্রীড়া চক্রের পরিচালক মীর শাহাবুদ্দিন টিপু। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৬১ বছর। এই সংগঠকের মৃত্যুতে আজ শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে শেখ রাসেল ক্রীড়া চক্র।

বসুন্ধরা আবাসিক এলাকায় ক্লাব প্রাঙ্গণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় শাহাবুদ্দিন টিপুর রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়। এতে উপস্থিত ছিলেন শেখ রাসেল ক্রীড়া চক্রের অর্থ পরিচালক ও বসুন্ধরা গ্রুপের চিফ অপারেটিং অফিসার মো. ফখরুদ্দিন, শেখ রাসেল ক্রীড়া চক্রের টিম ম্যানেজার হাবিবুর রহমান খান, হেড কোচ মো. জুলফিকার মাহমুদসহ শেখ রাসেল ক্রীড়া চক্রের কর্মকর্তা ও খেলোয়াড়রা।

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ