• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

ঊষা ক্রীড়া চক্র প্রথম বিভাগ জিতে প্রিমিয়ার লিগে ফিরল

প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৩, ০৫:২৩ এএম

ঊষা ক্রীড়া চক্র প্রথম বিভাগ জিতে প্রিমিয়ার লিগে ফিরল

প্রথম বিভাগ হকি লিগ শিরোপা নিশ্চিত করেছে ঊষা ক্রীড়া চক্র।

ক্রীড়া ডেস্ক

গত কয়েকটা মৌসুমের প্রিমিয়ার লিগে খেলা হয়নি ঊষা ক্রীড়া চক্রের। অবশেষে নিজেদের প্রমাণ করেই টুর্নামেন্টে ফিরল দলটি। রোববার (২ এপ্রিল) ঢাকা ইউনাইটেডের বিপক্ষে জিতে প্রথম বিভাগ হকি লিগ শিরোপা নিশ্চিত করেছে ঊষা ক্রীড়া চক্র।

প্রথম বিভাগ হকি লিগ জিততে ঊষা ক্রীড়া চক্রের হাতে ছিল দুই ম্যাচ। তার যেকোনো একটিতে ড্র করলেই শিরোপা নিশ্চিত হতো দলটির। আজ প্রথম ম্যাচেই বিশাল জয় পেয়েছে তারা। মওলানা ভাসানী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মামুনুর রশীদের শিষ্যরা ৬-১ গোলে ঢাকা ইউনাইটেডকে হারিয়েছে।

এই ম্যাচ জিতে প্রথম বিভাগ হকির শিরোপা নিশ্চিত করেছে ঊষা। নিয়মানুযায়ী,  প্রথম বিভাগের চ্যাম্পিয়ন দল সুযোগ পাবে প্রিমিয়ার লিগে। তাই ৯ ম্যাচে ২৭ পয়েন্ট পাওয়া ঊষার ওয়ান্ডারার্সের পরবর্তী ম্যাচটি শুধুই নিয়মরক্ষার। প্রথম বিভাগের চ্যাম্পিয়ন দল প্রিমিয়ারে খেলবে।

প্রিমিয়ার লিগ নিশ্চিত করে খানিকটা হাঁপ ছেড়ে বাঁচলেন ঊষার সাধারণ সম্পাদক আব্দুর রশিদ শিকদার, ‘দেশের ক্রীড়াঙ্গনে আবাহনী-মোহামেডানকে সবাই চেনে। বাংলাদেশের হকির সূতিকাগার আরমানিটোলা, মাহুতটুলি থেকে ঊষার জন্ম। হকির সৌন্দর্য ঊষা। আমরা প্রিমিয়ারে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়েছি। কয়েক বছরের ব্যবধানে আবার প্রিমিয়ারে ফিরছি।’

বাংলাদেশের হকিতে চলে মান-অভিমানের খেলা। এই রাজনীতিতে অনেক ক্লাব অনেক সময় লিগে অংশ নেয় না। ২০১৮ সালে ফেডারেশনের সঙ্গে এক কোন্দলে দলবদলের সময়সীমা বৃদ্ধি না করায় প্রিমিয়ার লিগে অংশ নেয়নি ঊষা। ইতিহাস-ঐতিহ্য এবং হকিতে অবদানের বিষয় বিবেচনা করে প্রথম বিভাগে অবনমিত না করে প্রিমিয়ারেই রাখার অনুরোধ ছিল। ফেডারেশনের সহসভাপতি সাজেদ আদেলের বলিষ্ঠ অবস্থানে ঊষাকে প্রথম বিভাগেই খেলতে হয়েছে। আজ সেই সাজেদ আদেলের দলকে হারিয়ে প্রিমিয়ারে উঠল ঊষা।

আগামী জুন-জুলাইতে প্রিমিয়ার লিগ অনুষ্ঠিত হতে পারে। মাত্র কয়েক মাসের ব্যবধানে দুবার দল গঠন কষ্টসাধ্য হলেও খেলার অঙ্গীকার ক্লাবের সাধারণ সম্পাদকের, ‍‍`অবশ্যই আমাদের কষ্ট হবে। এরপরও নিশ্চয়তা দিচ্ছি খেলব। ঊষা হকিভিত্তিক ক্লাব। আমরা হকির সঙ্গেই থাকব।’

ঊষা ক্রীড়া চক্রের অধিনায়কত্ব করেছেন গোলরক্ষক অসীম কুমার গোপ। কয়েক বছর প্রিমিয়ারে খেলা তারকা গোলরক্ষক ঊষাকে প্রিমিয়ারে তুলতে পেরে তৃপ্ত, ‘গত লিগে মোহামেডানে খেলতে পারিনি। এবার একটা চ্যালেঞ্জ নিয়ে ঊষায় এসেছিলাম। প্রথম বিভাগ লিগ এবার অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে। এক ম্যাচ আগে থেকেই প্রিমিয়ারে উঠতে পারা দারুণ আমাদের জন্য।’

আর্কাইভ