প্রকাশিত: এপ্রিল ২, ২০২৩, ১০:৩২ পিএম
ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ শেষে বাংলাদেশের সামনে এবার টেস্ট চ্যালেঞ্জ। আয়ারল্যান্ডের বিপক্ষে আগামী মঙ্গলবার থেকে মাঠে গড়াতে যাচ্ছে একমাত্র টেস্ট ম্যাচটি। আর এই ম্যাচকে সামনে রেখে আজ (রোববার) থেকে শুরু হয়েছে স্বাগতিকদের অনুশীলন। অবশ্য শুরুর দিনেই অনুশীলনে নেই অধিনায়ক সাকিব আল হাসান। জানা গেছে, বিশ্রামে রয়েছেন তিনি।
মিরপুর শেরে-ই-বাংলা স্টেডিয়ামে এ দিন দুপুর থেকেই অনুশীলনে নেমে পড়েন টেস্ট দলের ক্রিকেটাররা। লিটন দাস থেকে শুরু করে তামিম ইকবাল, মুশফিকুর রহিম সবাইকেই বেশ সিরিয়াসই দেখা যায় অনুশীলনে। তবে লিটনকে উইকেটকিপিং নিয়ে একটু বেশিই কাজ করতে দেখা গেছে। ছিলেন মুমিনুল হক, নাজমুল হোসেন শান্তরাও। মাঠের অনুশীলন শেষে ক্রিকেটারদের দেখা গেছে ইনডোরে যেতে।
এ দিকে ভারতের বিপক্ষে সবশেষ টেস্ট দল থেকে বাদ পড়েছেন ইয়াসির রাব্বি, নাসুম আহমেদ ও নুরুল হাসান সোহানরা। এ ছাড়া নতুন করে আবারো দলে সুযোগ পেয়েছেন সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়। অবশ্য ইনজুরির কারণে দলে নেই জাকির হাসান।
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন, শরিফুল ইসলাম ও মাহমুদুল হাসান জয়।