• ঢাকা মঙ্গলবার
    ৩১ ডিসেম্বর, ২০২৪, ১৬ পৌষ ১৪৩১

বাইশ গজ মাতাতে আসছে নতুন ফরম্যাট

প্রকাশিত: জুন ২৭, ২০২১, ০৭:০৮ পিএম

বাইশ গজ মাতাতে আসছে নতুন ফরম্যাট

ক্রীড়া ডেস্ক

ক্রিকেটের আদি এবং অভিজাত ফরম্যাট হলো টেস্ট। তারপর যুগে যুগে আবির্ভাব ঘটেছে ওয়ানডে, টি-টোয়েন্টি এবং টি-টেন। এবার বাইশ গজ মাতাতে হাজির হচ্ছে আরও একটি ফরম্যাট। যার নাম নাইনটি নাইনটি। ‌‘নাইনটি ব্যাশ’ নামে ৯০ বলের এই ফরম্যাটে আগামী বছর একটি টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। 

সংযুক্ত আরব আমিরাতে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ৯০ বলের এই টুর্নামেন্ট আয়োজনের অনুমোদন দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার (আইসিসি) সহযোগী দ্য এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি)। 

ইসিবি জানিয়েছে, বিশ্বের কয়েকটি সুপরিচিত ব্যবসায়িক প্রতিষ্ঠান এই নতুন লিগের অংশীদার হতে আগ্রহ প্রকাশ করেছে ইতোমধ্যে। তারকা ক্রিকেটারদের সঙ্গে উদীয়মান ও প্রতিভাবান তরুণদের নিয়ে দল গঠন করবেন ফ্র্যাঞ্চাইজিরা। লিগের প্রথম সংস্করণ শুরু হবে আগামী বছর।

ক্রিকেটের নতুন এ টুর্নামেন্ট আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বুখাতির গ্রুপের চেয়ারম্যান আব্দুল রেহমান বুখাতির। তিনি বলেছেন, ‘ক্রিকেটের এ সংস্করণ নতুন সমর্থক জোগাতে সাহায্য করবে। আমি বিশ্বাস করি, শুধু সংযুক্ত আরব আমিরাত নয়, পুরো বিশ্বেই এটি জনপ্রিয়তা অর্জন করবে।’

এআরওয়াই ডিজিটাল নেটওয়ার্কের মালিক ইকবাল বলেন, ‘৯০ বলের ক্রিকেট নতুন সংস্করণ। আশা করি, ক্রিকেট সমর্থকদের মনে এটি ইতিবাচক সাড়া ফেলবে। টি-টেন অতিরিক্ত সংক্ষিপ্ত বিধায় ক্রিকেটের মূলনীতি সেখানে প্রদর্শন সম্ভব হয় না।’

নতুন এ ফরম্যাটের আবির্ভাবের পেছনে বুখাতিরের সঙ্গে আরও ভূমিকা রাখেন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি করাচি কিংসের মালিক সালমান ইকবাল এবং দুবাই ভিত্তিক সিনার্গি গ্রুপ অব কোম্পানিজের ম্যানেজিং ডিরেক্টর ইমরান চৌধুরী।

জেডআই/এম. জামান
আর্কাইভ