• ঢাকা মঙ্গলবার
    ২৯ এপ্রিল, ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

১৪ সদস্যের বাংলাদেশ টেস্ট দল ঘোষণা

প্রকাশিত: এপ্রিল ১, ২০২৩, ১০:০৯ পিএম

১৪ সদস্যের বাংলাদেশ টেস্ট দল ঘোষণা

ক্রীড়া ডেস্ক

আগামী ৪ এপ্রিল আইরিশদের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। তার তিন দিন আগে শনিবার (১ এপ্রিল) বিসিবি একাধিক চমক রেখে দল ঘোষণা করেছে। 

আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটিতে স্কোয়াডে সাকিব আল হাসান ও লিটন দাস থাকবেন কিনা সেটা নিয়ে ছিল সংশয়। তবে সাদা পোশাকের ম্যাচটিতে এ ‍দুজনকে স্কোয়াডে রেখেছে বিসিবি। তাদের সঙ্গে চমক রেখে দলে ফিরিয়েছে সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়কে। বাদ পড়েছেন উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান। 

বাংলাদেশের টেস্ট দল: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তামিম ইকবাল, সাদমান ইসলাম, নাজমুল ইসলাম শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ, এবাদত হোসেন, শরিফুল ইসলাম এবং মাহমুদুল হাসান জয়।

আর্কাইভ