• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

মেসিকে রাখতে আরও অর্থ বিনিয়োগ করতে প্রস্তুত পিএসজি

প্রকাশিত: এপ্রিল ১, ২০২৩, ০৪:১৭ এএম

মেসিকে রাখতে আরও অর্থ বিনিয়োগ করতে প্রস্তুত পিএসজি

ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপজয়ী মহাতারকা লিওনেল মেসিকে নিজেদের ডেরায় ধরে রাখতে সবকিছু করতে প্রস্তুত পিএসজি। এমনকি কিংবদন্তিকে দলে রাখতে আরও অর্থ বিনিয়োগ করবে জায়ান্ট ক্লাবটি। এই জন্য সবকিছু প্রস্তুত করে রেখেছে  ফরাসি ক্লাবটি।

চলতি বছর জুনে আর্জেন্টাইন ফরোয়ার্ডের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে পিএসজির। এখন পর্যন্ত ক্লাবটির সঙ্গে নতুন চুক্তিতে পৌঁছাননি মেসি।  চুক্তি নবায়নে এখনও বেশ কিছু সপ্তাহ সময় আছে লিগ ওয়ান জায়ান্টদের হাতে। না হয় দলবদলের গ্রীষ্মকালীন মৌসুমে ফ্রি এজেন্ট হবেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী।

এদিকে মেসির সাবেক ক্লাব বার্সেলোনা তাকে ফেরাতে আগ্রহ প্রকাশ করেছে। এমতবস্থায় ফ্রান্সের একটি গণমাধ্যম দাবী করেছে, মেসির সঙ্গে উপযুক্ত চুক্তিতে পৌঁছাতে আগ্রহী পিএসজি। ক্লাবটি নাকি জানিয়েছে, নতুন চুক্তি করতে যা যা লাগবে তা সম্মত তারা। এমনকি পূর্বের চুক্তিতে থাকা একটি ধারাও উন্মুক্ত করে দিবে তারা।

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ