• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

আমরা ভালো ব্যাটিং করতে পারিনি: সাকিব

প্রকাশিত: এপ্রিল ১, ২০২৩, ০১:০৬ এএম

আমরা ভালো ব্যাটিং করতে পারিনি: সাকিব

ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

প্রথম দুই টি-টোয়েন্টিতে টানা জয়ে আগেই সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ। আজ শুক্রবার সিরিজের শেষ ম্যাচে টাইগাররা জিতলে হোয়াইটওয়াশ হতো আয়ারল্যান্ড ক্রিকেট দল।

কিন্তু সিরিজের শেষ ম্যাচে বাজে ব্যাটিংয়ের কারণে ১৯.২ ওভারে মাত্র ১২৪ রানে অলআউট হয় টাইগাররা। সহজ টার্গেট তাড়ায় ৩৬ বল হাতে রেখে ৭ উইকেটের জয়ে সিরিজের (২-১) ভাগ বসায় আয়ারল্যান্ড।

সিরিজ শেষে দলের হারের কারণ নিয়ে অধিনায়ক সাকিব আল হাসান বলেন, আমরা ভালো ব্যাটিং করতে পারিনি, শুরু থেকে একের পর এক উইকেট হারাতে থাকি। আমরা সিরিজের প্রথম দুই ম্যাচে যে আক্রমণাত্মক ক্রিকেট খেলেছে আজও সেভাবেই খেলতে চেয়েছি।

সাকিব আরও বলেন, দ্রুত উইকেট পতনের পরও আমরা মারমুখি ক্রিকেট খেলার পরিকল্পনা থেকে বের হইনি। আমরা যদি ভালো দল হতে চাই, তাহলে আক্রমণাত্মক ক্রিকেটই খেলতে হবে।

আইরিশদের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ শেষ। ৪ এপ্রিল থেকে ঢাকায় শুরু হবে একমাত্র টেস্ট ম্যাচ। ঢাকা টেস্ট নিয়ে সাকিব বলেন, আমরা চট্টগ্রাম থেকে ঢাকায় গিয়ে টেস্ট ম্যাচ খেলব। ঢাকায় গিয়ে চিন্তা করব আমরা কী করতে পারি।

সাকিব আরও বলেন, ইংল্যান্ড সিরিজের পর আমরা একই ভঙিতে আয়ারল্যান্ড সিরিজ জিতেছি। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম দুই খেলায় আমাদের পারফরম্যান্স দুর্দান্ত ছিল। তবে আজ ছিল আয়ারল্যান্ডের দিন। 

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ