• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

টস জিতে ব্যাটিং করছে বাংলাদেশ

প্রকাশিত: মার্চ ৩১, ২০২৩, ০৮:২৭ পিএম

টস জিতে ব্যাটিং করছে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

রকেট ত্রিদেশীয় সিরিজে টস জিতে প্রথমে ব্যাটিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় দুপুর ১২টায়। সেখান থেকে তা সরাসরি সম্প্রচার করছে বিটিভি ও গাজী টিভি।

নিজেদের প্রথম দুই ম্যাচে জিতে এরই মধ্যে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ।  একটি জেতায় ফাইনালের আশা জিইয়ে রেখেছে জিম্বাবুয়ে। এ ম্যাচে জিতলে সেই স্বপ্ন পূরণের দিকে ধাবিত হবে গ্রায়েম ক্রেমারের দল। এর পর শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে তাদের।

তবে জিম্বাবুইয়ানদের পক্ষে বাংলাদেশকে হারানোটা সহজ হবে না।  সাম্প্রতিক পরিসংখ্যান সেই সাক্ষ্য দিচ্ছে। তাদের বিপক্ষে শেষ ৯ ম্যাচের কোনোটিতেই হারের স্বাদ নেয়নি টাইগাররা। এ ম্যাচেও প্রত্যাশিত জয়ের খোঁজে তারা। ফাইনাল নিশ্চিত হলেও অতিথিদের ছাড় দিতে নারাজ মাশরাফি বাহিনী।

এমন ম্যাচে বাংলাদেশ দলে ফিরেছেন বাঁহাতি স্পিনার সানজামুল ইসলাম। প্রথম ম্যাচে দারুণ বোলিং করলেও শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে খেলা হয়নি তার। ফের একাদশে ফিরলেন তিনি।  এতে দলের বাইরে চলে গেছেন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।

এ ম্যাচে দুই মাইলফলকের সামনে তামিম ইকবাল। আর ৬৬ রান হলেই প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ৬ হাজার রান করার কীর্তি গড়বেন তিনি।  পাশাপাশি একটি ভেন্যুতে সর্বাধিক রানের মালিক হতে ৪২ রান করতে হবে ড্যাশিং ওপেনারকে।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা, সানজামুল ইসলাম, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ে একাদশ: হ্যামিলটন মাসাকাদজা, সলোমন মিরে, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেলর (উইকেটরক্ষক), সিকান্দার রাজা, ম্যালকম ওয়ালার, পিটার মুর (উইকেটরক্ষক), গ্রায়েম ক্রেমার (অধিনায়ক) ও ব্লেসিং মুজারাবানি।

 

এএল/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ