• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

আইরিশদের হোয়াইটওয়াশ করতে বদ্ধপরিকর বাংলাদেশ

প্রকাশিত: মার্চ ৩১, ২০২৩, ০৫:৩১ পিএম

আইরিশদের হোয়াইটওয়াশ করতে বদ্ধপরিকর বাংলাদেশ

ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

আয়ারল্যান্ডের বিপক্ষে ইতোমধ্যে টি-টুয়েন্টি সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। বৃষ্টি আইনে প্রথম ম্যাচ ২২ রানে এবং দ্বিতীয়টি ৭৭ রানে। এবার সাকিবদের সামনে শেষ টি-টুয়েন্টিতে জিতে আইরিশদের হোয়াইটওয়াশের সুযোগ। সে লক্ষ্যে নিজেদের সেরাটা উজাড় করে দিতে বদ্ধপরিকর সাকিব আল হাসানের দল।

শুক্রবার দুপুর ২টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। টি স্পোর্টস ও গাজী টিভি খেলাটি সরাসরি সম্প্রচার করবে।

ক্রিকেটে দারুণ সময় কাটাচ্ছে চণ্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। কদিন আগেই দেশের মাটিতে টি-টুয়েন্টিতে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছিল। আজকের ম্যাচটিতে জিতলেই টাইগাররা পাবে ২০ ওভারের ক্রিকেটে টানা দুই দলকে হোয়াইটওয়াশের স্বাদ।

আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচটিতে আন্তর্জাতিক ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে টানা পঞ্চম জয়ের পায় বাংলাদেশ। টানা ম্যাচ জয়ে এটি লাল-সবুজের দলের রেকর্ড। টানা জয়ের সংখ্যাটা টাইগারদের সামনে বাড়িয়ে নেয়ার দারুণ সুযোগ থাকছে।

এই ফরম্যাটে সেরা দল হতে নির্ভীক ক্রিকেট খেলার ওপর জোর দেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। তিনি বলেন, ‘আমরা গত কয়েক ম্যাচের পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে চেয়েছিলাম এবং আমরা তা ভালোভাবেই করেছি। দুর্দান্ত দল হতে চাইলে আমাদের সেভাবে খেলতে হবে এবং প্রথম বল থেকেই সেটি ফুটিয়ে তুলতে হবে। এটাই আমরা আলোচনা করেছি এবং আমরা যেভাবে খেলতে চাই।’

নিজেদের টি-টুয়েন্টি ইতিহাসে প্রথমবারের মতো টানা দুই ম্যাচে দুইশ রান করতে সক্ষম টাইগাররা। যদি পুরো ২০ ওভার খেলার সুযোগ পেতো তবে নিজেদের সর্বোচ্চ ২১৫ রানের রেকর্ডটিও ভাঙতে পারতো বাংলাদেশ।

দ্বিতীয় টি-টুয়েন্টিতে ১৮ বলে হাফ-সেঞ্চুরি করে বাংলাদেশের পক্ষে দ্রুততম অর্ধশতকের রেকর্ড গড়েন ওপেনার লিটন দাস। ২০০৭ সালে করা মোহাম্মদ আশরাফুলের ২০ বলে দ্রুততম হাফ-সেঞ্চুরির রেকর্ড ভাঙেন লিটন। রেকর্ড গড়া ইনিংসে ৪১ বলে ৮১ রান করেন লিটন। বল হাতে ২২ রানে ৫ উইকেট নেন অধিনায়ক সাকিব। ৫ উইকেট নিয়ে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে সর্বোচ্চ শিকারী হন সাকিব।

লিটনের সাথে উদ্বোধনী জুটিতে দারুণ পারফরম্যান্স করেন রনি তালুকদার। দুই ম্যাচেই আক্রমনাত্মক ইনিংস খেলেছেন তিনি। দ্বিতীয় ম্যাচে লিটনের সাথে ১২৪ রানের রেকর্ড জুটি গড়েন রনি।

বাংলাদেশের বিপক্ষে এই সফরে পাঁচ ম্যাচের মধ্যে কোনোটিতেই লড়াই করতে পারেনি আয়ারল্যান্ড। হোয়াইটওয়াশ এড়াতে হলে আবহাওয়ার সহায়তা পেতে হবে আইরিশদের। ২০১২ সালের পর আবারও বাংলাদেশের কাছে হোয়াইওয়াশের মুখে পড়েছে দলটি।

সিরিজ নিশ্চিত হওয়ায় একাদশে কিছু পরিবর্তনের আভাস দিয়েছেন সাকিব। সাথে এটিও পরিস্কার করেছেন, পরিবর্তন যাই হোক দলের মূল লক্ষ্য প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করা।

‘একটি ভালো দল হলে অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের মতো ২-০ ব্যবধানে এগিয়ে থাকলে তারা সবসময় ৩-০ ব্যবধানে জয়ের চেষ্টা করে। আমরাও একইভাবে চেষ্টা করবো। আমাদের আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই। আমরা হয়তো কয়েকজন নতুন খেলোয়াড়কে চেষ্টা করতে পারি। কিন্তু তারাও ভালো করার জন্য মুখিয়ে থাকবে।’

বাংলাদেশ ‘খুব শক্তিশালী দল’ হিসেবে স্বীকার করেছেন আয়ারল্যান্ডের অধিনায়ক পল স্টার্লিং। তৃতীয় ম্যাচ একতরফা ম্যাচ হবে না বলে মনে করেন তিনি। আজকের ম্যাচে প্রতিরোধ গড়ে তোলার আশাবাদের কথাও জানিয়েছেন।

 

 

এএল

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ