• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

আইরিশদের হোয়াইটওয়াশের সুযোগ কাল

প্রকাশিত: মার্চ ৩১, ২০২৩, ০৫:৪৯ এএম

আইরিশদের হোয়াইটওয়াশের সুযোগ কাল

ক্রীড়া প্রতিবেদক

ক্রিকেটে দারুণ সময় কাটাচ্ছে বাংলাদেশ। কদিন আগেই দেশের মাটিতে টি-টুয়েন্টিতে হোয়াইটওয়াশ করেছিল ইংল্যান্ডকে। এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে ২-০ তে জিতেছিল ওয়ানডে সিরিজ। এবার সাকিবদের সামনে সুযোগ টি-টুয়েন্টিতে আইরিশদের হোয়াইটওয়াশের।

তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের প্রথম দুটিতে ব্যাটে-বলে ছন্দে ছিল টাইগার বাহিনী। ম্যাচ দুটিতে জিতেই ইতোমধ্যে সিরিজ নিশ্চিত করেছে সাকিব আল হাসানের দল। আগামীকাল দুপুর ২টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। ম্যাচটিতে আইরিশদের হারাতে পারলে টাইগাররা পাবে টি-টুয়েন্টিতে টানা দুই দেশকে হোয়াইটওয়াশের স্বাদ।

তিন ম্যাচের সিরিজে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করার পর আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে বৃষ্টি আইনে ২২ রানে জয় পায় সাকিব আল হাসানের দল। এরপর দ্বিতীয় ম্যাচে লিটন দাসের ঝড়ো ব্যাটিং ও সাকিব আল হাসানের স্পিন ভেলকিতে ৭৭ রানের বড় জয় পায় টাইগাররা।

আগের ম্যাচে বৃষ্টির কারণে খেলা নির্ধারিত হয়েছিল ১৭ ওভারে। তারপরও দুইশ ছাড়ায় বাংলাদেশ, ৩ উইকেটে করে ২০২ রান। দুইশ পেরোনো রানের বিশাল লক্ষ্য তাড়ায় নেমে বোলারদের সামনে নাস্তানাবুদ হয়েছিল আয়ারল্যান্ড। নির্ধারিত ওভার শেষে ৯ উইকেটে ১২৫ রান সংগ্রহ করে সফরকারী দল। সাকিব আল হাসান একাই নেন পাঁচ উইকেট।

শেষ টি-টুয়েন্টির আগেরদিন দুদলই বিশ্রামে কাটিয়েছে। সিরিজ জয়ের পর অনেকটা নির্ভার বাংলাদেশ। এতে আইরিশদের হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়ে মাঠে নামবে সাকিব আল হাসানের দল।

এটি

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ