• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

‘আগামী বিশ্বকাপে খেলতে চাইলে মেসির পিএসজিতে থাকাই ভালো’

প্রকাশিত: মার্চ ৩০, ২০২৩, ১১:৪৯ পিএম

‘আগামী বিশ্বকাপে খেলতে চাইলে মেসির পিএসজিতে থাকাই ভালো’

ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

মহাতারকা লিওনেল মেসির বার্সেলোনায় ফিরে যাওয়ার ফিসফাস চলছে বেশকিছু দিন ধরেই। বিশ্বকাপজয়ী মেসিকে অবশ্য প্যারিস সেইন্ট জার্মেইনেই থাকতে বলছেন আর্জেন্টিনার কিংবদন্তি সাবেক মারিও কেম্পেস। তিনি বলেন, ‘যদি সে পরবর্তী বিশ্বকাপে খেলতে চায়, তবে ফ্রান্সে থাকা তার জন্য ভালো হবে। চ্যাম্পিয়ন্স লিগ তাকে কিছুটা পোড়াচ্ছে। পিএসজিতে এই তিন বছর সে ভালো থাকবে। আমরা তাকে কোয়ালিফায়ারেও দেখতে পারি।’

মেসির সামর্থ্য সম্পর্কে কেম্পেস বলেছেন, ‘অল্প অল্প করে আমরা মেসির ছন্দ দেখছি। একটা দিকে মেসি সবাইকে ছাড়িয়ে গেছে, যখন দরকার সে দৌড়ায়। এমন না যে বাজে কিছুর দিকে দৌড়ায়। ২০২২ সালে যেভাবে খেলছে হয়তো সেভাবে খেলতে পারবে না, কিন্তু তার বাঁ-পায়ের যাদুতে যেকোনো কিছু করতে পারবে।’

এদিকে পার্ক ডে প্রিন্সেসে পিএসজির সঙ্গে সাতবারের ব্যালন ডি’অর জয়ী মেসির চুক্তির মেয়াদ শেষ হবে এ গ্রীষ্মে। চুক্তির মেয়াদ বাড়িয়ে মেসিকে রাখতেও আগ্রহী ফরাসি জায়ান্টরা। কেম্পেস মনে করেন, মেসির ফ্রান্সে থাকাই সবচেয়ে ভালো হবে।

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ