প্রকাশিত: মার্চ ৩০, ২০২৩, ০৭:০৬ পিএম
এবার আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম দুই ম্যাচেই জয় পেয়েছে বাংলাদেশ। সিলেটে তিন ম্যাচের ওয়ানডের দুটিতে ফল হয়েছে। প্রথম দুই ম্যাচে ওয়ানডের রেকর্ড রান তোলে বাংলাদেশ। পরের ম্যাচে তুলে নেয় ১০ উইকেটের জয়। সিরিজের প্রথম টি-২০ ম্যাচে ১৯.২ ওভারে রেকর্ড ২০৭ রান করে বাংলাদেশ। ১৭ ওভারে নেমে আসা পরের ম্যাচে বাংলাদেশ রেকর্ড ২০২ রান করে জিতেছে ৭৭ রানে।
এদিকে ওয়ানডে ও টি-২০ সিরিজে ব্যাট হাতে নাজমুল শান্ত, লিটন দাস, তাওহীদ হৃদয় ও রনি তালুকদাররা রান পেয়েছেন। বল হাতে সাকিবের পাশাপাশি তাসকিন আহমেদ, হাসান মাহমুদরা ছিলেন বিধ্বংসী। ফিল্ডিংয়েও ছিল দৃঢ়তা ও আত্মবিশ্বাসের ছাপ।
সব মিলিয়ে বাংলাদেশ দলের ব্যাটার লিটন দাস মনে করছেন এর চেয়ে ভালো ক্রিকেট খেলা কঠিন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ডানহাতি এই ব্যাটার বলেন, ‘দল হিসেবে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে আমরা খুবই ভালো ক্রিকেট খেলছি। জানি না, এর চেয়ে ভালো ক্রিকেট খেলা সম্ভব কিনা।’
এদিকে লিটন মনে করেন, এই পারফরম্যান্স ধরে রাখতে পারলেই ফল তাদের পক্ষে আসবে। এর চেয়ে ভালো ক্রিকেট খেলা কঠিন। প্রতিদিন পাওয়ার প্লেতে ৭০-৮০ রান আসবে না। তবে নিয়মিত ৬০ রান পাওয়া ভালো ব্যাপার বলে উল্লেখ করেছেন তিনি। বাংলাদেশ এমন আগ্রাসী ক্রিকেট খেলার কথাই ভাবছিল বলে জানিয়েছেন তিনি।
দেশের হয়ে মোহাম্মদ আশরাফুলের ২০ বলে ফিফটি দ্রুততম ফিফটির রেকর্ড ভেঙে লিটন দাস ১৮ বলে ফিফটি করেছেন। তবে ওই রেকর্ডের চেয়ে তাড়াহুড়ো করে সেঞ্চুরি মিসের আক্ষেপের কথা বলেছেন তিনি, ‘রেকর্ড করে ভালো লাগছে। তবে আমি রেকর্ডের কথা ভাবি না। বরং মিডল ওভারে যখন স্পিন ধরছিল তখন তাড়াহুড়ো করেছি। পেসারদের আরেকটু বেশি খেললে ৮৩ রানটা ১০০ হতে পারতো।’