• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

স্বপ্ন সত্যি হলো, আমরা সকলেই মেসির ভক্ত: ৭ গোল খেয়েও গোলরক্ষক

প্রকাশিত: মার্চ ৩০, ২০২৩, ০৬:৫২ পিএম

স্বপ্ন সত্যি হলো, আমরা সকলেই মেসির ভক্ত: ৭ গোল খেয়েও গোলরক্ষক

ক্রীড়া ডেস্ক

কাতার বিশ্বকাপের পর ঘরের মাঠে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। দুই ম্যাচেই দুর্দান্ত জয় পেয়েছে। প্রথম ম্যাচে পানামাকে ৩-০ গোলে এবং পরের ম্যাচে ক্যারিবীয় অঞ্চলের দেশ কুরাকাওকে ৭-০ গোলে হারিয়েছে আলবিসেলেস্তেরা। মেসি দুই ম্যাচে হ্যাটট্রিকসহ চার গোল করেছেন। এর মধ্যে কুরাকাও-এর বিপক্ষে শততম গোলের দেখা পান লিও।

ওই ম্যাচ শেষে সাত গোল খাওয়া দলটির গোলরক্ষক ইলয় রুমের প্রশংসা করেছেন মেসি। আর্জেন্টাইন কিংবদন্তি মেসির প্রশংসা আর জার্সি পেয়ে সাত গোল খেয়েও খুশি রুম। কারণ তার স্বপ্ন সত্যি হয়েছে। ‘সেভেন আপ’ খেলেও কিছু গোল ফেরানোয় মেসির প্রশংসা পেয়ে বর্তে গেছেন তিনি।

এদিন ম্যাচ শেষে ইলয় রুম বলেছেন, ‘আমার কাছে মেসির জার্সি আছে, এটা বিশেষ কিছু। একটা স্বপ্ন সত্যি হলো। সকলেই মেসির ভক্ত আমরা, আমি তার বিপক্ষে খেলার সুযোগ পেলাম।’

এ সময় সাত গোল খাওয়ার বিষয়ে কুরাকাও গোলরক্ষক বলেছেন, “ম্যাচটা কঠিন ছিল। মেসি আমার বিপক্ষে কিছু গোল করেছেন। কিন্তু আমি তার কিছু ভালো শটও ফিরিয়েছি। ম্যাচ শেষে আমাকে তিনি বলেছেন, ‘ভালো সেভ দিয়েছেন।”

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ