• ঢাকা শুক্রবার
    ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

মেসিকে কোন শব্দে বর্ণনা করা সম্ভব নয়, তিনি বিশ্বের সেরা খেলোয়াড়: গঞ্জালেস

প্রকাশিত: মার্চ ৩০, ২০২৩, ০৫:১১ পিএম

মেসিকে কোন শব্দে বর্ণনা করা সম্ভব নয়, তিনি বিশ্বের সেরা খেলোয়াড়: গঞ্জালেস

ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

কাতার বিশ্বকাপে ইনজুরিতে দল থেকে বাদ পড়ে খেলা হয়নি আর্জেন্টিনার ফরোয়ার্ড নিকোলাস গঞ্জালেসের। চোট কাটিয়ে দলে ফিরেছেন তিনি। বিশ্বকাপ জয়ের পর কুরাসাওয়ের বিপক্ষে আর্জেন্টিনার ৭-০ গোলের বড় ব্যবধানে জয়ের ম্যাচেও ছিলেন মাঠে। ম্যাচটিতে এক গোল ও এক এসিস্ট করেছেন গঞ্জালেস।

গত বুধবার ভোরে কুরাসাওকে গোল বন্যায় ডুবানোর দিনে আলবিসেলেস্তেদের দ্বিতীয় গোলটি ও মেসির দ্বিতীয় গোলে অ্যাসিস্ট করেছেন ফিওরেন্তিনায় খেলা ২৪ বর্ষী এই ফরোয়ার্ড। খেলা শেষে স্বদেশী একটি গণমাধ্যমে স্বদেশী মহাতারকা লিওনেল মেসিকে নিয়ে কথা বলেছেন তারকা ফরোয়ার্ড।

তিনি বলেন, ‘বিশ্বজয়ী মেসিকে কোন শব্দে বর্ণনা করা সম্ভব নয়। তিনি বিশ্বের সেরা খেলোয়াড়। তিনি ম্যাচের পর ম্যাচ, দিনের পর দিন সেটা দেখিয়ে চলেছেন। যতবার তিনি বল স্পর্শ করেছেন ততবার সবাইকে আনন্দে ভাসিয়েছেন।’

কাতার বিশ্বকাপ খেলতে না পারা প্রসঙ্গে নিকোলাস বলেছেন, ‘বিশ্বকাপ খেলতে না পারা কঠিন একটি ব্যাপার, যেটা যে কোন ফুটবলারের ভাগ্যে ঘটতে পারে। পরিবার ও বন্ধু-বান্ধবের সহায়তায় এর থেকে বের হতে পেরেছি। আবার আর্জেন্টিনার জার্সি পরতে পেরে আমি খুশি।’

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ