• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

শত গোলের মাইলফলক স্পর্শ মেসির

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৩, ০৪:৩১ পিএম

শত গোলের মাইলফলক স্পর্শ মেসির

ক্রীড়া ডেস্ক

কুরাসাও‍‍`র বিপক্ষে ম্যাচটির আগে আর্জেন্টিনার জার্সিতে শত গোল থেকে মাত্র একটি গোল দূরে ছিলেন লিওনেল মেসি। প্রথমার্ধেই হ্যাটট্রিক করে বড় জয়ে দলকে নেতৃত্ব দেয়ার পাশাপাশি আন্তর্জাতিক ক্যারিয়ারে শত গোলের মাইলফলক স্পর্শ করেছেন কিংবদন্তি।

বুধবার  সকালে সান্তিয়াগো দেল এস্তেরোতে প্রীতি ম্যাচে কুরাসাওকে ৭-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ম্যাচটিতে হ্যাটট্রিক করেছেন বিশ্বজয়ী মহাতারকা। সেই সঙ্গে গড়েন প্রথম আর্জেন্টাইন হিসেবে আন্তর্জাতিক গোল সংখ্যায় সেঞ্চুরির রেকর্ড।

ম্যাচের ২০ থেকে ৩৭ পর্যন্ত ১৭ মিনিটের ব্যবধানে হ্যাটট্রিক আদায় করে নেন মেসি। লো সেলসোর পাস থেকে প্রথম লক্ষ্যভেদের মাধ্যমে জাতীয় দলের জার্সিতে শততম গোল স্পর্শ করেন মহাতারকা।

আর্জেন্টিনার হয়ে ১৭৪ ম্যাচে মেসির গোল ১০২টি। আন্তর্জাতিক ফুটবলে ৩৫ বর্ষী ফরোয়ার্ডের আগে গোলের সেঞ্চুরি করেছেন ইরানের আলী দাইয়ি ও পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো।

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ