• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

পাহাড়ের চূড়া থেকে নিচটা দেখা যায় না: ক্যারিয়ার নিয়ে রোনালদো

প্রকাশিত: মার্চ ২৩, ২০২৩, ০৭:০৫ পিএম

পাহাড়ের চূড়া থেকে নিচটা দেখা যায় না: ক্যারিয়ার নিয়ে রোনালদো

ক্রীড়া ডেস্ক

এবার জীবনধর্মী কথা বলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তিন মাসে জীবন তাকে বড় এক শিক্ষা দিয়ে গেছে। তিন মাস আগে কাতারে বিশ্বকাপ খেলেছেন। ইউরোপের শীর্ষ পর্যায়ের ক্লাবে খেলেছেন। এখন তিনি সৌদি আরবের লিগে খেলছেন। জাতীয় দলের অনুশীলনে ফিরে রোনালদো বলেছেন, ‘এটা তাকে ভালো মানুষ বানিয়েছে।’

আজ বৃহস্পতিবার রাতে লিচেনস্টাইনের বিপক্ষে ইউরো-২০২৪ আসরের বাছাইপর্ব খেলবে পর্তুগাল। ওই ম্যাচের আগে সংবাদ মাধ্যমকে রোনালদো বলেছেন, ‘মাঝে মধ্যে কে কে আপনার পাশে আছে সেটা দেখার জন্য হলেও ভিন্ন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়। কঠিন পরিস্থিতিতে আপনি দেখতে পাবেন, কে আপনার পাশে আছে।’

এদিকে ভাঙা মৌসুমে দ্বিতীয় মেয়াদে ম্যানইউ ফিরে ভালো পারফরম্যান্স দিয়েছিলেন রোনালদো। এরপর চলতি মৌসুমের শুরুতে কোচ এরিক টেন হ্যাগ আসায় বাতিলের খাতায় পড়ে যান সাবেক রিয়াল মাদ্রিদ তারকা। তাকে বেঞ্চে বসিয়ে রাখা হয়। কড়া মন্তব্য করায় ম্যানইউ পর্তুগিজ যুবরাজের সঙ্গে চুক্তি বাতিল করে। শেষ পর্যন্ত রেকর্ড বেতনে সৌদি প্রো লিগে পাড়ি জমান তিনি।

যদিও সিআরসেভেন জানিয়েছেন, ক্যারিয়ার নিয়ে কোন আক্ষেপ নেই তার। বরং শীর্ষ পর্যায় থেকে নিচের দিকের সৌদি আরবের লিগে গিয়ে ভালো মানুষ হয়েছেন তিনি, ‘ভালো খেলি বা না খেলি জীবন চলে যাচ্ছে। এটাও জীবনের অংশ। যখন আমরা পর্বতের চূড়ায় থাকি, নিচের জিনিস আমরা সাধারণত দেখতে পাই না। এই শিক্ষাটা গুরুত্বপূর্ণ। গত ক’মাসের মতো অভিজ্ঞতা আমার পূর্বে হয়নি। এখন আমি আগের থেকে ভালো মানুষ।’

এদিকে কাতার বিশ্বকাপের পরে রোনালদো আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছিল। নতুন কোচ রর্বাতো মার্টিনেজ পর্তুগালের দায়িত্ব নিয়েছেন। দলটি তরুণ প্রতিভায় ভরা। এমন একটি দলে ৩৮ বছরের রোনালদো ডাক পাবেন কিনা শঙ্কা ছিল। তবে মার্টিনেজ তার দলের অধিনায়ক করেছেন সিআরসেভেনকে। তার অধীনে কতদিন রোনালদো জাতীয় দলের জার্সি পরতে পারেন সেটাই এখন দেখার বিষয়।

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ