• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

নতুন অধিনায়ক নিয়ে মাঠে নামবে ফ্রান্স

প্রকাশিত: মার্চ ২২, ২০২৩, ০৫:৩৩ পিএম

নতুন অধিনায়ক নিয়ে মাঠে নামবে ফ্রান্স

ক্রীড়া ডেস্ক

ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাই সামনে রেখে অনুশীলন শুরু করেছে ফ্রান্স। হুগো লরিসের পরে কিলিয়ান এমবাপ্পের নেতৃত্বে খেলতে প্রস্তুত হচ্ছেন ফরাসিরা।

শুক্রবার (২৪ মার্চ) রাত পৌনে ২টায় উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে ফ্রান্স।

সেই ম্যাচকে ঘিরে বিশ্বকাপ ব্যর্থতা ভুলে নতুন উদ্যমে তৈরি হচ্ছে ফ্রান্স। সমালোচনার পরও দেশটির কোচের দায়িত্বে রাখা হয় দিদিয়ের দেশমকে। নতুন মেয়াদে কাজ শুরু করে চমক উপহার হিসেবে এমবাপ্পেকে নেতৃত্বে এনে মিশন শুরু করলেন এই মাস্টারমাইন্ড।

কাতার বিশ্বকাপের পাশাপাশি দীর্ঘ ১৪ বছর ফ্রান্স ফুটবলের দায়িত্ব সামলেছেন হুগো লরিস। বিশ্বকাপ ফাইনালে হেরে যাওয়ার পর আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ান তিনি।

এদিকে এর আগেও ফ্রান্সের হয়ে অধিনায়কত্ব করার নজির রয়েছে এমবাপ্পের। নেশন্স লিগে ডেনমার্কের বিপক্ষে একটি ম্যাচে দলের দায়িত্বে ছিলেন ফুটবল সুপারস্টার। এ ছাড়া পিএসজির হয়ে অধিনায়কত্ব করেছেন তিনি। এ জন্যই হয়তো এমবাপ্পের ওপরেই পূর্ণ আস্থা রাখছেন দেশম।

ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম বলেছেন, ‘আমার উদ্দেশ্য পরিষ্কার। ফ্রান্স ফুটবল নিয়ে একটা লম্বা সময় ধরে পরিকল্পনা করেছি। আর তাই অধিনায়ক হিসেবে আমি কিলিয়ান এমবাপ্পেকে বেছে নিয়েছি। সে এই জায়গায় কতটা গুরুত্বপূর্ণ তা আমরা সবাই জানি।’

 

 

এএল/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ