
প্রকাশিত: মার্চ ৫, ২০২৩, ০৯:৫৮ পিএম
ছবি: সংগৃহীত
ইংলিশ প্রিমিয়ার লিগে রাতে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইটেড। চলতি মৌসুমটা খুব একটা ভালো কাটছে না লিভারপুলের। লিগ টেবিলে ৬ নম্বরে রয়েছে গেলোবারের রানার্সআপরা। অন্যদিকে, রোনালদোকে ছাঁটাই করার পর থেকেই দুর্বার গতিতে ছুটছে ম্যানচেস্টার ইউনাইটেড। সবশেষ টানা ১১ ম্যাচ অপরাজিত রেড ডেভিলরা।
নিজেদের মাঠ অ্যানফিল্ডে ম্যানচেস্টার ইউনাইটেডকে আতিথ্য জানাবে লিভারপুল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রোববার (৫ মার্চ) রাত সাড়ে ১০টায়। ইংল্যান্ডের ক্লাব ফুটবলের দুই সফলতম দল তথা দুই চিরপ্রতিদ্বন্দ্বী লিভারপুল এবং ম্যানচেস্টার ইউনাইটেড। এই দুই দলের লড়াইয়ে উত্তেজনার পারদ সব সময়ই থাকে ঊর্ধ্বমুখী। এই দুই ক্লাবের মহারণ দেখতে মুখিয়ে থাকেন ফুটবল সমর্থকরা। মর্যাদাপূর্ণ ম্যাচ জিতে নিজেদের এগিয়ে রাখতে চান ক্লাব দুটির খেলোয়াড়রা।
আরিয়ানএস/