
প্রকাশিত: মার্চ ৪, ২০২৩, ১১:১৬ পিএম
মোহাম্মদ আশরাফুল
বাংলাদেশের অন্যতম প্রতিভাবান ক্রিকেটার ছিলেন মোহাম্মদ আশরাফুল। ২০০১ সালে অভিষেক টেস্টে সেঞ্চুরি করে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হয়েছিলেন তিনি। জাতীয় দলের জার্সি গায়ে সর্বশেষ ২০১৩ সালে খেলেছিলেন আশরাফুল। এরপর ফিক্সিংয়ে নিষিদ্ধ হলে কপাল পোড়ে তার।
এরপর আর ফিরতে পারেননি জাতীয় দলে। তবে খেলে গেছেন ঘরোয়া ক্রিকেটে। তবে এবার ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন আশরাফুল। শনিবার (৪ মার্চ) ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দলবদলের শেষদিনে মোহামেডানে নাম লিখিয়েছেন আশরাফুল। এরপর তিনি গণমাধ্যমকে অবসরের বিষয়টি নিশ্চিত করেন তিনি।
আরিয়ানএস/