প্রকাশিত: মার্চ ৪, ২০২৩, ১০:৩২ পিএম
আগামী ২৫ মার্চ মরক্কোর বিরুদ্ধে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ব্রাজিল দলে জায়গা হয়নি ইনজুরিতে থাকা নেইমারের। বিশ্বকাপের পর প্রথমবারের মত জাতীয় দল প্রীতি ম্যাচে মাঠে নামতে যাচ্ছে। অন্তবর্তীকালীন কোচ র্যামন মেনেজেসের বিবেচনায় এই দলে বেশ কিছু নতুন মুখ ডাক পেয়েছেন।
মরক্কোর পশ্চিমাঞ্চলীয় বন্দর নগরী টানগিয়ারে ম্যাচটি অনুষ্ঠিত হবে। ডিসেম্বরে ক্রোয়েশিয়ার কাছে কোয়ার্টার ফাইনালে পরাজিত হয়ে ব্রাজিলের হতাশাজনক বিদায় ঘটেছিল। অন্যদিকে সবাইকে বিস্মিত করে বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছিল মরক্কো। পিএসজি স্ট্রাইকার নেইমার দুই সপ্তাহ আগে লিগ ওয়ানে লিলির বিপক্ষে ম্যাচে ডান গোঁড়ালির ইনজুরিতে পড়েছিলেন। শুক্রবার (৩ মার্চ) এক সংবাদ সম্মেলনে জাতীয় দলের চিকিৎসক রডরিগো লাসমার বলেছেন মরক্কোর বিরুদ্ধে খেলার জন্য যথেষ্ঠ ফিট অবস্থায় এখন নেই নেইমার।
ব্রাজিলের স্কোয়াড:
গোলরক্ষক: এডারসন, মিকায়েল, উইভারটন
ডিফেন্ডার: আর্থার, এমারসন রয়্যাল, এ্যালেক্স টেলাস, রেনান লোডি, আবানেজ, এডার মিলিটাও, মারকুইনহোস, রবার্ট রেনান
মিডফিল্ডার: আন্দ্রে, আন্দ্রে সান্তোস, ক্যাসেমিরো, হুয়াও গোমেজ, লুকাস পাকুয়েটা, রাফায়েল ভেইগা
ফরোয়ার্ড: এন্টনি, রিচার্লিসন, রডরিগো, রনি, ভিনিসিয়াস জুনিয়র, ভিটোর রোকে।
আরিয়ানএস/