• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

সতীর্থদের সোনার আইফোন উপহার দিলেন মেসি

প্রকাশিত: মার্চ ২, ২০২৩, ০৮:২৬ পিএম

সতীর্থদের সোনার আইফোন উপহার দিলেন মেসি

সতীর্থদের সোনার আইফোন উপহার দিলেন মেসি

ক্রীড়া ডেস্ক

গত বছর কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপে শিরোপা জয় করে আর্জেন্টিনা। আর এর মধ্য দিয়ে পূর্ণতা পায় লিওনেল মেসির ক্যারিয়ার। এর আগ পর্যন্ত অন্য সবকিছু পাওয়া হয়ে গেলেও বিশ্বকাপটাই যে আক্ষেপ হয়ে ছিল তার জন্য।
বিশ্বকাপ শিরোপা তাই মেসির জন্য ‘স্পেশাল’। আর যাদের সঙ্গে নিয়ে এই শিরোপা জয় করেছেন তিনি, খুব স্বাভাবিকভাবে তারাও মেসির কাছে বিশেষ। সেই বিশেষ সতীর্থদের এবার স্বর্ণের প্রলেপ দেওয়া বিশেষ আইফোন উপহার দিলেন মেসি।


যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য সান এক প্রতিবেদনে জানিয়েছে, দলের খেলোয়াড় ও স্টাফ মিলিয়ে মোট ৩৫ সদস্যকে সোনার আইফোন উপহার দিয়েছেন মেসি। ফোনগুলো তৈরি ২৪ ক্যারটে। এই ৩৫টি আইফোনের পেছনে ২ লাখ ১০ হাজার ডলার খরচ করেছেন তিনি।
আইফোনগুলোর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সোনায় মোড়ানো মুঠোফোনগুলোর পেছনে আর্জেন্টিনার তিনবার বিশ্বকাপ জয়ের প্রতীক হিসেবে তিনটি তারকা, আর্জেন্টিনা ফুটবল দলের লোগো, খেলোয়াড়ের নাম ও জার্সি নম্বর খোদাই করা আছে। আর একটি কথাও লেখা হয়েছে ‘বিশ্বকাপ চ্যাম্পিয়ন ২০২২’।

 

আরিয়ানএস/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ