• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

ইতিহাস গড়ায় ব্যর্থ দক্ষিণ আফ্রিকা

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৩, ০৫:১৪ পিএম

ইতিহাস গড়ায় ব্যর্থ দক্ষিণ আফ্রিকা

ক্রীড়া ডেস্ক

দক্ষিণ আফ্রিকার নারী ক্রিকেট দলের সামনে প্রথম বিশ্বকাপ শিরোপা জয়ের সুযোগ ছিল। কিন্তু  তাদের দুর্ভাগ্য, ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৯ রানে হেরে শিরোপা হাতছাড়া করে। 

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে আফ্রিকাকে হারিয়ে শিরোপা জিতে নেয় অস্ট্রেলিয়া। নিজেদের ঘরের মাঠে ইতিহাস গড়া হলো না প্রোটিয়াদের। 

কেপটাউনের নিউল্যান্ডসে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ১৫৭ রানের লক্ষ্য তাড়ায় দক্ষিণ আফ্রিকা হেরে যায় ১৯ রানে। 

এদিন টস জিতে আগে ব্যাটিংয়ে নেয়ে অ্যালিসা হিলি ও বেথ মুনি ৩১ বলে ৩৬ রানের উদ্বোধনী জুটি গড়েন। দ্বিতীয় উইকেটে ৪১ বলে ৪৬ রানের রানের জুটি গড়েন মুনি ও গার্ডনার। 

এরপর সতীর্থরা আসা-যাওয়ার মিছিলে থাকলেও একপ্রান্তে আগলে খেলতে থাকেন মুনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৮তম ফিফটি ও টুর্নামেন্টের তৃতীয় ফিফটি তুলে নেন মুনি।

৪৪ বলে ফিফটি করার পর বিধ্বংসী হয়ে ওঠেন মুনি। ৫৩ বলে ৭৪ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন অস্ট্রেলিয়ার এই ওপেনার। শেষপর্যন্ত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৬ রান করে অস্ট্রেলিয়া। 

টার্গেট তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা ৩ উইকেটে ১০৯ রান করে জয়ের স্বপ্ন দেখেছিল। এরপর মাত্র ১৩ রানে ৩ উইকেট পড়ে গেলে ম্যাচটি প্রোটিয়াদের হাত থেকে ফসকে যায়। ১৯ রানের জয় পায় অস্ট্রেলিয়া। ৪৮ বলে ৫টি চার আর ৩টি ছক্কার সাহায্যে সর্বোচ্চ ৬১ রান করেন লরা ওলভার্ড।  

আর্কাইভ