• ঢাকা বৃহস্পতিবার
    ০২ জানুয়ারি, ২০২৫, ১৯ পৌষ ১৪৩১

মেসির পিএসজি আজ রাতে মাঠে নামছেন চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৩, ১১:২৮ পিএম

মেসির পিএসজি আজ রাতে মাঠে নামছেন চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে

ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি চলতি ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে রাতে মাঠে নামছে। আজকের ম্যাচে তাদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী মার্শেই। বাংলাদেশ সময় রাত ১টা ৪৫ মিনিটে মার্শেইয়ের ঘরের মাঠ অরেঞ্জ ভেলোড্রম স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। পিএসজি ম্যাচটির জন্য স্কোয়াড ঘোষণা করেছে।

এদিকে নেইমার জুনিয়রের ইনজুরির কারণে স্কোয়াডে জায়গা হয়নি ব্রাজিলীয় তারকা। এছাড়া বাকিসব তারকারাই আছেন স্কোয়াডে। বাজে সময় পার করে গত ম্যাচে পিএসজি জয়ের দেখা পেয়েছে।

লিওনেল মেসির দুর্দান্ত ফ্রিকিক গোলে লিলের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়ে প্যারিসের দলটি। ফরাসি লিগ থেকে বিদায় নিলেও লিগ ওয়ানে নিজেদের আধিপত্য ধরে রেখেছে পিএসজি।

এদিকে ২৪ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে ক্রিস্টাফ গালতিয়েরের দল। অন্যদিকে, মেসি-এমবাপ্পেদের আজকের প্রতিপক্ষ মার্শেইয়ের অবস্থান দুইয়ে। ২৪ ম্যাচে তাদের সংগ্রহ মাত্র ৫২ পয়েন্ট। তাই লিগ জয়ের লড়াইয়ে এগিয়ে থাকতে জয় ছাড়া অন্যকিছু ভাবছে না পিএসজি।

 

আর্কাইভ