প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৩, ০৯:৪৫ পিএম
খেলার মাঠেই অ্যাথলেটদের মৃত্যু নতুন ঘটনা নয়। এবার ভারতে খেলার মাঠে আরও এক ক্রিকেটারের মৃত্যু হলো। শনিবার দেশটির আহমেদাবাদ রাজ্যে একটি ম্যাচে খেলার সময় হার্ট অ্যাটাকে মারা যান বসন্ত রাঠৌর নামের এক ক্রিকেটার।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, বসন্ত রাঠৌর বল করার সময় হৃদ্রোগে আক্রান্ত হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এ নিয়ে দেশটির গুজরাটে ১০ দিনে তিন ক্রিকেটার মারা গেলেন।
গুজরাটের পণ্য পরিষেবা কর (জিএসটি) দপ্তরের কর্মী ছিলেন ৩৪ বছর বয়সী বসন্ত। ক্রিকেটকে অনেক ভালোবাসতেন তিনি। সেই ক্রিকেট খেলতে খেলতেই পাড়ি দিলেন না ফেরার দেশে।
প্রতিবেদনে বলা হয়, অলরাউন্ডার বসন্ত আহমেদাবাদের কাছে একটি ডেন্টাল কলেজের মাঠে স্থানীয় ক্রিকেট প্রতিযোগিতার একটি ম্যাচ খেলছিলেন। বল করার এক পর্যায়ে প্রথমে বুকে অস্বস্তি অনুভব করেন তিনি।
আরিয়ানএস/