• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
সাবেক ভারতীয় অধিনায়ক এখন বাংলাদেশে

শেখ হাসিনার প্রশংসায় ভাসছেন সৌরভ গাঙ্গুলী

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৩, ০৯:২৯ পিএম

শেখ হাসিনার প্রশংসায় ভাসছেন সৌরভ গাঙ্গুলী

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌরভ গাঙ্গুলীর সৌজন্য সাক্ষাৎ। ছবিঃ সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

সৌরভ গাঙ্গুলী। ক্রিকেটের দুনিয়ায় এক কিংবদন্তির নাম। সাবেক ভারতীয় তারকা এই অধিনায়ক এখন বাংলাদেশে। সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। আর তাতে মুগ্ধ হয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনও উপস্থিত ছিলেন।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সৌরভ গাঙ্গুলী। এর আগে সকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

Sourav Ganguly: বাংলাদেশে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য  সাক্ষাৎ করলেন সস্ত্রীক সৌরভ গাঙ্গুলি - PROTHOM KOLKATA

 

সৌরভ গাঙ্গুলী বলেন, ‘উনি (শেখ হাসিনা) এত ব্যস্ত, এত চাপের মধ্যে থাকতে হয়, তারপরেও মানুষ কীভাবে ভালো থাকেন তা নিয়ে সবসময় চিন্তা করেন। এতকিছুর পরেও খেলাধুলার প্রতি তার খুব আগ্রহ।’

‘উনি আমাকে বলছিলেন, এখানকার বড় বড় মাঠে যেন বিল্ডিং সোসাইটি গড়ে না ওঠে, ছেলেমেয়েরা যেন সেখানে খেলতে পারে। এটি আমার কাছে অসাধারণ লেগেছে।’

প্রধানমন্ত্রীর বিষয়ে ভারতের সাবেক এই অধিনায়ক বলেন, ‘উনি ছোট ছোট বিষয় খুব মনে রাখেন। যেমন- আজকে ডোনাকে না দেখে প্রশ্ন করেছেন, সে আসেনি কেন? এটাই ভালো লাগে যে, এত চাপের মধ্যে থেকেও এই বিষয়গুলো মনে রেখেছেন। এত বড় জায়গায় থেকেও এই ছোট্ট ছোট্ট জিনিস উনি মনে রাখেন বলেই মানুষ এত বড় জায়গায় পৌঁছাতে পারে।’

Sourav Ganguly | Former BCCI President Sourav Ganguly went to Bangladesh  and met Prime Minister Sheikh Hasina dgtl - Anandabazar

এ দিন সৌরভ গাঙ্গুলী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করলেও তার স্ত্রী ডোনা গাঙ্গুলী দেখা করতে পারেননি। এ বিষয়ে সৌরভ বলেন, ‘আমার কোভিড টেস্ট করা ছিল, কিন্তু ডোনার টেস্ট করা হয়নি। যার কারণে সে দেখা করতে পারেনি। তবে প্রধানমন্ত্রী বললেন, আপনি ডোনার কোভিড টেস্ট করিয়ে নিয়ে আসতেন।’

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সৌরভ গাঙ্গুলী বাংলাদেশের ক্রিকেট এবং সম্ভাবনা বিষয়ক বিভিন্ন দিকে আলোকপাত করেন।

 

সাজেদ/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ