• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৩, ০৩:২১ এএম

ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র

ছবিঃ সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

টানা চতুর্থবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল যুক্তরাষ্ট্র। এবার ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে ‘শি বিলিভস কাপ’ এর শিরোপা জিতে নিল যুক্করাষ্ট্রের নারী ফুটবল দল। এ নিয়ে আট আসরের ছয়টি শিরোপাই নিজেদের ঘরে তুলেছে যুক্তরাষ্ট্র।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) ‘শি বিলিভস কাপ’ এর শেষ ম্যাচটি অনুষ্ঠিত হয়। ম্যাচটিতে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জেতে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পক্ষে গোল করেন অ্যালেক্স মরগান এবং ম্যালরি সোয়ানসন। ব্রাজিলের পক্ষে একমাত্র গোলটি করেন লুডমিলা।

ম্যাচটিতে প্রথমার্ধে যোগ করা সময়ে লিড গোল পায় যুক্তরাষ্ট্র। প্রথম গোলটি করেন অ্যালেক্স মরগান। পরে দ্বিতীয়ার্ধে ৬৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ কর যুক্তরাষ্ট্র। রোজ লাভেলের সহায়তায় গোলটি করেন ম্যালরি সোয়ানসন।

No description available.

২-০ গোলে পিছিয়ে থেকে ব্রাজিল প্রায় ম্যাচ থেকে ছিটকে যায়। শেষদিকে এসে একটি গোল শোধ করতে পারে দলটি। ৯০ মিনিটে ব্রুনিনহার পাসে গোল করেন লুডমিলা। তাতে ২-১ গোলের জয় পায় যুক্তরাষ্ট্র।


রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হওয়া এই টুর্নামেন্টে যারা পয়েন্ট তালিকার শীর্ষে থাকবে, তারাই জিতে নেবে শিরোপা। এর আগে ২০১৬, ১০১৮ ও ২০২০ থেকে এ পর্যন্ত টানা চারবারসহ মোট ছয়বার চ্যাম্পিয়ন হলো যুক্তরাষ্ট্র।

২০১৭ সালে চ্যাম্পিয়ন হয়েছিল ফ্রান্স এবং ২০১৯ সালে ইংল্যান্ড। ২০১৬ সাল থেকে চালু হওয়া এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য খেলাধুলার মধ্য দিয়ে নারীদের স্বপ্ন অর্জনে উৎসাহিত করা। সারাবিশ্বের নারীদের ইতিবাচকভাবে প্রভাবিত করার লক্ষ্যে প্রতি বছরের ফেব্রুয়ারির শেষদিকে অথবা মার্চের প্রথমে এই টুর্নামেন্ট শুরু হয়।

 

সাজেদ/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ