• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বাংলাদেশে আসছেন সৌরভ গাঙ্গুলি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৩, ১০:২৮ পিএম

বাংলাদেশে আসছেন সৌরভ গাঙ্গুলি

সৌরভ গাঙ্গুলি। ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশে আসছেন ভারতের সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকার একটি হোটেলে উত্তর সিটি করপরেশন আয়োজিত মেয়র কাপের দ্বিতীয় আসরের লোগো উন্মোচন করবেন তিনি। একদিনের সংক্ষিপ্ত সফর শেষে নিজ দেশে ফিরে যাবেন সাবেক বিসিসিআইয়ের প্রধান।
আবারো বাংলাদেশের মাটিতে পা রাখছেন ভারতের সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি। তবে বিসিবি বা বিসিসিআইয়ের কোনো কার্যক্রমে নয়, এবার দাদা আসবেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের আয়োজিত মেয়র কাপ উদ্বোধন করতে।
দ্বিতীয়বারের মতো মেয়র কাপের আয়োজন করছে সিটি করপরেশন। আসরের চমক হিসেবে এক দিনের বাংলাদেশ সফরে আসছেন ভারতীয় এই ক্রিকেটার। তবে গাঙ্গুলিকে আনা খুব একটা সহজ কাজ ছিলো না বলে জানান উত্তর সিটি কর্পোরেশনের মেয়র।


আতিকুল ইসলাম বলেন, ‍‍`ঢাকা উত্তর সিটি করপরেশনের পক্ষ থেকে নতুন চমক আগামীকাল ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি নিজে এসে এই টুর্নামেন্ট উদ্বোধন করবেন। সৌরভ গাঙ্গুলিকে আনা এতটা সহজ ছিলনা।‍‍`  
সকালে ঢাকায় পা রাখার পর সৌরভ গাঙ্গুলি সন্ধ্যায় রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আইসিআইসিআই ব্যাংকের অনুষ্ঠানে যোগ দেবেন।  তার আগে রাজধানীর ওয়েস্ট ইন হোটেলে দুপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র কাপের উদ্বোধন করবেন তিনি। আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহে শুরু হবে মেয়র কাপ। অনুষ্ঠানে আরো উপস্থিত থাকবেন আতাহার আলী খান ও খালেদ মাসুদ পাইলট।
মেয়র কাপ নিয়ে অনেক বড় পরিকল্পনা মেয়র আতিকুল ইসলামের। সম্ভব হলে এই আসর টুর্নামেন্টকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে চান তিনি।

 

আরিয়ানএস/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ