• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

১ মার্চ থেকে শুরু হচ্ছে সাকিব-তামিমদের ইংলিশ পরীক্ষা

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৩, ১০:১৭ পিএম

১ মার্চ থেকে শুরু হচ্ছে সাকিব-তামিমদের ইংলিশ পরীক্ষা

তামিম

ক্রীড়া ডেস্ক

অবশেষে দীর্ঘ সাত বছর বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড ক্রিকেট দল। সবকিছু ঠিক থাকলে আগামীকাল শুক্রবার ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় ঢাকায় পা রাখবে ইংল্যান্ড। আগামী কয়েকদিন প্রস্তুতির পর ঘরের মাঠে পহেলা মার্চ থেকে শুরু হবে বাংলাদেশের ইংলিশ পরীক্ষা। সবশেষ ২০১৬ সালে বাংলাদেশে এসেছিল ইংল্যান্ড। ওই সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পাশাপাশি দুই টেস্ট খেলেছিল অতিথিরা।

তবে এবার আর টেস্ট সিরিজ নেই। এবার স্বাগতিকদের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে লড়বে সফরকারীরা। আগামী ১ মার্চ ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে দুদলের লড়াই। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ১২টায়। এরপর একই মাঠে ৩ মার্চ অনুষ্ঠিত হবে দ্বিতীয় ওয়ানডে। এরপর দুদল চলে যাবে চট্টগ্রামে। সেখানে তৃতীয় ওয়ানডে হবে ৬ মার্চ।

 

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সেই ম্যাচটিও হবে দুপুর ১২টায়। ওয়ানডে সিরিজ শেষে চট্টগ্রামেই শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। ৯ মার্চ অনুষ্ঠিত হবে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। এরপর ১২ ও ১৪ মার্চ ঢাকায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজের বাকি দুটি ম্যাচ। তিনটি টি-টোয়েন্টি ম্যাচই হবে বিকেল ৩টা থেকে।

দেখে নিন ইংল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি-

১ মার্চ প্রথম ওয়ানডে মিরপুর দুপুর ১২টা
৩ মার্চ দ্বিতীয় ওয়ানডে মিরপুর দুপুর ১২টা
৬ মার্চ তৃতীয় ওয়ানডে চট্টগ্রাম দুপুর ১২টা

৯ মার্চ প্রথম টি-টোয়েন্টি চট্টগ্রাম বেলা ৩ টা
১২ মার্চ দ্বিতীয় টি-টোয়েন্টি মিরপুর বেলা ৩ টা
১৪ মার্চ তৃতীয় টি-টোয়েন্টি মিরপুর বেলা ৩ টা

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ