প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৩, ০৮:০১ পিএম
পরনে সৌদি আরবের ঐতিহ্যবাহী পোশাক, হাতে তলোয়ার। প্রথম দেখায় রোনালদোর পাড়ভক্তও হয়তো কিছুটা বিভ্রান্ত হতে পারেন। তবে একদিনের জন্য এমন সাজেই সেজেছিলেন পর্তুগিজ তারকা। মেতে উঠেছেন ক্লাব সতীর্থদের সঙ্গে।
ইউরোপের পাট চুকিয়ে গেল ডিসেম্বরের শেষ দিকে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে থিতু হয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। খেলছেন আল নাসরের হয়ে।
নতুন সংস্কৃতির সঙ্গে খাপ খাইয়ে নিতে সুযোগ পেলেই পরিবারসহ ঘুরে বেড়াচ্ছেন সিআরসেভেন। এবার যেমন সৌদি আরবের প্রতিষ্ঠাবার্ষিকীতেও ঐতিহ্যবাহী পোশাকে ফুরফুরে মেজাজের রোনালদোর দেখা মিললো।
গত বছর দেওয়া এক ঘোষণা অনুযায়ী, প্রতিবছর ২২ ফেব্রুয়ারি প্রতিষ্ঠা দিবস উদ্যাপন করবে সৌদি আরব। সে ধারাবাহিকতায় বুধবার (২২ ফেব্রুয়ারি) ছিল দেশটির দ্বিতীয় প্রতিষ্ঠা দিবস। আর দিনটি ক্লাব সতীর্থদের সঙ্গে উদ্যাপন করেছেন রোনালদো।