• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

নারী হ্যান্ডবলে আনসার চ্যাম্পিয়ন

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৩, ১২:৩৮ এএম

নারী হ্যান্ডবলে আনসার চ্যাম্পিয়ন

বিজয়ীদের সঙ্গে অতিথিরা

ক্রীড়া ডেস্ক

জাতীয় নারী হ্যান্ডবলে টানা ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার।

সোমবার (২০ ফেব্রুয়ারি) ফাইনালে পঞ্চগড়কে ৩০-১৯ গোলে হারায় আনসার। যশোরের শামস-উল-হুদা স্টেডিয়ামে মোটামুটি লড়াই হলো প্রথমার্ধে। প্রথমার্ধে জয়ী দল এগিয়ে ছিল ১৮-১১ ব্যবধানে।
দ্বিতীয়ার্ধে দাপুটে চ্যাম্পিয়নদের সামনে তেমন একটা সুবিধা করতে পারলো না পঞ্চগড়। তাদের হারিয়ে মেয়েদের জাতীয় হ্যান্ডবলের ৩৪তম আসরের সেরার মর্যাদা পেয়েছে সার্ভিসেস দলটি। এই আসরে সেরা খেলোয়াড় হয়েছেন বিজয়ী দলের আল্পনা আক্তার।


এ নিয়ে টানা ষষ্ঠ এবং সব মিলিয়ে ২২ বার জাতীয় হ্যান্ডবলে ট্রফি জিতল আনসার। গতবারের মতো এবারও আনসারের কাছে হেরে রানার্সআপ থাকতে হলো পঞ্চগড়কে।
এবারের প্রতিযোগিতায় মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থাকে ২০-৫ গোলে হারিয়ে তৃতীয় হয়েছে বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাবের মেয়েরা।
ফাইনাল শেষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য প্রধান অতিথি হিসেবে  চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন।

 

আরিয়ানএস/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ