• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

কোহলিকে জড়িয়ে ধরে চুমু তরুণীর, তারপর যা ঘটলো (ভিডিও)

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৩, ১০:০৪ পিএম

কোহলিকে জড়িয়ে ধরে চুমু তরুণীর, তারপর যা ঘটলো (ভিডিও)

ক্রীড়া ডেস্ক

ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি অনেকের কাছেই স্বপ্নের নায়ক। বিশ্বসেরা এই ব্যাটারকে একবার ছুঁয়ে দেখার স্বাদ অনেক ভক্তেরই। তবে সেই স্বপ্নপূরণ আর ক’জনেরই বা হয়। বিরাটকে এক ঝলক ছুঁয়ে দেখতে বিভিন্ন সময় ম্যাচ চলাকালীন মাঠের মধ্যে ঢুকে পড়তে দেখা গেছে অনেক ভক্ত-অনুরাগীকে। নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে কখনও তারা ভারতীয় তারকার পায়ে ঝাঁপিয়ে পড়েন, কখনও আবার তার সঙ্গে সেলফি তোলার আবদারও করেন! তবে সম্প্রতি এক তরুণী কোহলিকে প্রকাশ্যে চুমু খেলেন! আর সেই ভিডিও এরই মধ্যে ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়।

অবশ্য রক্ত-মাংশের কোহলির সঙ্গে নয়, বরং তার মূর্তির সঙ্গে চুমু খেয়েছেন তরুণী। দুধের স্বাদ ঘোলে মেটানোর দশা। তবে সে যাই হোক, ভক্তের এমন কাণ্ড নিয়ে সরব সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা।

দিল্লির মাদাম তুসো মিউজিয়ামে ভারতের জার্সি পরে ব্যাট হাতে কোহলির একটি মোমের মূর্তি বসানো হয়েছে। ভাইরাল ভিডিওটিতে দেখা যায়, কোহলির সেই ভাস্কর্যের ঠোঁটে ঠোট রাখছেন এক তরুণী। তার চোখেমুখে ভালবাসার গভীর ছাপ। কেবল তা-ই নয়, তারপরই নিজের গালটিও তিনি বাড়িয়ে দিচ্ছেন কোহলির প্রতিকৃতির দিকে।

কোহলি ভক্তের এমন কাণ্ড ঘিরে নানা রকম মন্তব্য পাওয়া যাচ্ছে। একজন লিখেছেন, ‘এমন তরুণীদের থেকে মূর্তিগুলোও সুরক্ষিত নয়।’ আরও একজন লিখেছেন, ‘বৌদি (আনুষ্কা) এই ভিডিওটি দেখলে ওর ঠোঁটই কেটে দেবেন!’ তবে ছড়িয়ে পড়া ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি কোহলির।

উল্লেখ্য, অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচ টেস্ট সিরিজের বিরতির ফাঁকে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন ভারতীয় ক্রিকেটাররা। স্ত্রী আনুষ্কা ও মেয়ে ভামিকার সঙ্গে সময় কাটাচ্ছেন কোহলি। এর মধ্যেই ঘটলো এমন ঘটনা। 

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ