• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বার্সায় ফিরবেন না মেসি!

প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৩, ০২:০৩ এএম

বার্সায় ফিরবেন না মেসি!

ক্রীড়া ডেস্ক

দীর্ঘ ১৭ বছরের সম্পর্ক শেষে ২০২১ সালে করোনার মাঝপথে বার্সেলোনা ছেড়ে প্যারিসে পাড়ি জমান লিওনেল আন্দ্রেস মেসি। দীর্ঘদিনের সম্পর্কের বিদায় বাজেভাবে কান্নায় শেষ হয়েছিল।

২০২১ সালে কাতালুনিয়া থেকে প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি) যোগ দেন মেসি। বছর দুয়েক ধরে পিএসজিতে খেলা মেসি ক্লাবটির সঙ্গে নতুন করে চুক্তি করতে রাজি হয়নি। ফলে ২০২৩ সালে মেসি এবং পিএসজির সম্পর্ক শেষ হয়ে যাবে।

ফলে মেসি এই মৌসুম শেষে নতুন ক্লাবে যোগ দেবেন এমন গুঞ্জনই রটেছে। অনেকে ধারণা করছেন, মেসি আবারও বার্সায় ফিরবেন নিজের ক্যারিয়ারের ইতি টানতে। তবে তেমন পরিস্থিতি আর নেই বলেই জানিয়েছেন, মেসির বাবা হোর্হে মেসি।

যিনি মেসির ক্যারিয়ারের শুরু থেকেই এই তারকা ফুটবলারের এজেন্ট হিসেবে কাজ করে আসছেন। তিনি মেসির বার্সায় ফেরার বিষয়ে বলেন, ‘আমার মনে হয় সে বার্সেলোনায় ফিরবে না। সেরকম পরিস্থিতি আর নেই।’

যদিও বার্সায় ফেরার সম্ভাবনা একদম উড়িয়েও দিচ্ছেন না মেসির বাবা। তিনি আরও যোগ করেন, ‘তবে আমি নিশ্চিতভাবে কিছু বলতে পারছি না। আসলে আমি জানি না। জীবন যেকোন দিকে মোড় দিতে পারে।’

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ