• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

যমজ বোনকে প্রেম নিবেদন, দুজনেই প্রত্যাখ্যাত করেছেন নেইমার কে

প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৩, ১২:৩০ এএম

যমজ বোনকে প্রেম নিবেদন, দুজনেই প্রত্যাখ্যাত করেছেন নেইমার কে

ক্রীড়া ডেস্ক

বছরের শুরুর দিকে খবর এসেছিল নেইমার প্রেমে মজেছেন মডেল ও ডিজিটাল ইনফ্লুয়েন্সার জেসিকা তুরিনির সঙ্গে। পরে গুঞ্জন ছড়ায় পর্তুগিজ মিডফিল্ডার জোয়াও ফেলিক্সের সাবেক প্রেমিকা মার্গারিদা কোরচেইরোর সঙ্গে ব্রাজিলিয়ান তারকার সম্পর্ক নিয়ে। নেইমারকে নিয়ে এবার বোমা ফাটালেন ব্রাজিলের জাতীয় ভলিবল দলের তারকা যমজ বোন, কে আলভেজ ও কেইট আলভেজ। জানিয়েছেন, দুই বোনকেই প্রেম নিবেদন করে প্রত্যাখ্যাত হয়েছিলেন পিএসজি ফরোয়ার্ড।

ব্রাজিলের একটি গণমাধ্যমে একথা জানিয়েছেন কে আলভেজ। বলেছেন, ‘নেইমার সম্পর্কে জড়ানোর আগে আমাদের দুই বোনকে ইনস্টাগ্রামে সরাসরি মেসেজ করেছিলেন। ভেবেছিলেন আমরা একে অন্যের কাছে তা প্রকাশ করবো না।’

‘নেইমার প্রথমে কেইটের সঙ্গে চ্যাটিং ও ডেটিং করেছিলেন। কেইটের সঙ্গে ডেট বন্ধ করে আমাকে মেসেজ দেন তিনি।’

‘‘আমি যেন কেইটের সঙ্গে তার বিষয়ে আলোচনা না করি, সে কথাও বলেছিলেন নেইমার। তারপর আমাদের একজনের সঙ্গে তিনি দেখা করেছিলেন। তখন কথার ফাঁকে নিজেই আমাদের দুই বোনের সঙ্গেই কথা বলার বিষয়টি সামনে আনেন। বলেন, ‘কে জানে, হয়তো আমি তোমাদের দুজনকেই নিয়ে যাব।’’

যমজ বোনের কারও সঙ্গেই প্রেম জমেনি সেলেসাও তারকার। সেই ঘটনার পর নেইমার থেকে দূরত্ব বজায় রেখেছেন আলভেজ বোনদ্বয়।

 

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ