• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

বিপিএলের জৌলুস ফেরানোর তাগিদ

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৩, ০৬:৪৭ এএম

বিপিএলের জৌলুস ফেরানোর তাগিদ

‘কেমন হলো বিপিএল-২০২৩’ শীর্ষক গোলটেবিল বৈঠক

ক্রীড়া ডেস্ক

ইংরেজি ধারাভাষ্যের পাশাপাশি বাংলা ধারাভাষ্যেও গুরুত্ব দেবার অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ স্পোর্টস ল’ অ্যান্ড ল’ইয়ার্স ফাউন্ডেশনে আয়োজনে  জাতীয় প্রেস ক্লাবে ‘কেমন হলো বিপিএল-২০২৩’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা।  
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক বীর মুক্তিযোদ্ধা রকিবুল হাসান, সভাপতিত্ব করেন বাংলাদেশ স্পোর্টস ল’ অ্যান্ড ল’ইয়ার্স ফাউন্ডেশনের (বিএসএলএলএফ) উপদেষ্টা পর্ষদ চেয়ারম্যান, জাতীয় ক্রীড়া ভাষ্যকার আলফাজউদ্দিন আহমেদ, মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএসএলএলএফ উপদেষ্টা পর্ষদ কো-চেয়ারম্যান, জাতীয় ক্রীড়া ভাষ্যকার সামসুল ইসলাম।  


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ক্রীড়া পরামর্শক ডা. অনুপম হোসেন, খোদা বকস্ মৃধা ফাউন্ডেশনের সহসভাপতি পলাশ খান, জাতীয় ক্রীড়া ভাষ্যকার মোহাম্মদ কামরুজ্জামান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের কল্যান সম্পাদক জুবায়ের রহমান চৌধুরী প্রমুখ।
বাংলাদেশ স্পোর্টস ল’ অ্যান্ড ল’ইয়ার্স ফাউন্ডেশনের নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ফরিদ আহমাদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির যুগ্ম আহবায়ক নাসরিন সুমি।
মূল প্রবন্ধ উপস্থাপনে সামসুল ইসলাম বলেন অনলাইনে টিকেট বিক্রয় ব্যবস্থা চালু করতে না পারা, স্টেডিয়ামগুলোতে দর্শকদের জন্য অপ্রতুল সুযোগ-সুবিধা, দীর্ঘমেয়াদী ফ্রাঞ্চাইজি এবং তাদেরকে পূর্নাঙ্গ পেশাদারী কাঠমোর মধ্যে আনতে না পারা, হোম এন্ড এওয়ে ম্যাচ না থাকায় দেশের অনেক অঞ্চলের ক্রিকেট প্রেমীরা আন্তরিকভাবে সম্পৃক্ত হয়না, আন্তর্জাতিক মানসম্মত আম্পায়ারিংয়ের অপ্রতুলতা এবং এডিআরএস/ডিআরএস বিতর্ক বিপিএলের জনপ্রিয়তা হারানোর অন্যতম কারণ। 
অন্যান্যের মাঝে আরও উপস্থিত ছিলেন ক্রীড়া ভাষ্যকার ও বিশ্লেষক আমানুল্লাহ সরকার, শেখ রুহুল আমিন, বাংলাদেশ স্পোর্টস ল’ অ্যান্ড ল’ইয়ার্স ফাউন্ডেশনের অনুষ্ঠান বাস্তবায়ন পর্ষদ সদস্য রিয়াজ মাহমুদ মিঠু, আবিদ সুলতানা, গোলাম মোস্তফা, খান ই ইমরান, আলী ইমাম আল আবির প্রমুখ।
 

আরিয়ানএস/

আর্কাইভ