• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

থাই গুহা থেকে উদ্ধার সেই ফুটবল টিমের ক্যাপ্টেনের মৃত্যু

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৩, ০১:৫৮ এএম

থাই গুহা থেকে উদ্ধার সেই ফুটবল টিমের ক্যাপ্টেনের মৃত্যু

ডুয়াংপেচ প্রমথেপ। ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

থাইল্যান্ডের ‍‍‘থাম লুয়াং নাং নন‍‍’ গুহা থেকে ২০১৮ সালে যে ১২ বালককে উদ্ধার করা হয়েছিল, সেই ‍‍‘ওয়াইল্ড বোরস‍‍’ ফুটবল টিমের ক্যাপ্টেন ডুয়াংপেচ প্রমথেপ যুক্তরাজ্যে মারা গেছে।
বিবিসি জানায়, গত রোববার ১৭ বছর বয়সী ডুয়াংপেচ প্রমথেপকে লেস্টারশায়ারে তার ডরমিটরি থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার তার মৃত্যু হয়।


গত বছরের শেষের দিকে যুক্তরাজ্যের একটি ফুটবল একাডেমিতে ভর্তি হয়েছিল সে। উত্তর থাইল্যান্ডের চিয়াং রাই এলাকায় ‍‍‘থাম লুয়াং নাং নন‍‍’ গুহায় ২ সপ্তাহেরও বেশি সময় আটকে থাকার পর ‍‍‘ওয়াইল্ড বোরস‍‍’ ফুটবল টিমের কোচসহ ১৩ সদস্যকে উদ্ধার করা হয়। অন্ধকার গুহায় তাদের খুঁজে পাওয়ার পর ডুবুরির টর্চের আলোয় ধরা পড়েছিল ডুয়াংপেচ প্রমথেপের হাসিমাখা মুখ, যা ওই উদ্ধার অভিযানের সবচেয়ে স্মরণীয় ছবিগুলোর একটি।
তবে কীভাবে তার মৃত্যু হয়েছে তা জানা যায়নি। লেস্টারশায়ারের পুলিশ বলছে, ডুয়াংপেচ প্রমথেপের মৃত্যুকে সন্দেহজনক হিসেবে দেখা হচ্ছে না। যদিও থাইল্যান্ডের গণমাধ্যম জানায়, সে মাথায় আঘাত পেয়েছিল।

 

আরিয়ানএস/এএল

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ