• ঢাকা বৃহস্পতিবার
    ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

শুক্রবার বিপিএলে বিসিবির ‘বাংলা’ চমক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৩, ০৬:২২ এএম

শুক্রবার বিপিএলে বিসিবির ‘বাংলা’ চমক

ফাইল ছবি

ক্রীড়া ডেস্ক

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের গ্রুপ পর্বের শেষ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এই দিনটি ঘিরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অভিনব কিছু উদ্যোগ নিয়েছে। 

এদিন দুপুর ২টায় অনুষ্ঠিত হবে রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মধ্যকার ম্যাচ। রাতের খেলবে ফরচুন বরিশাল ও খুলনা টাইগার্স। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ভাষার মাসের প্রতি শ্রদ্ধা জানাতে এই দুই ম্যাচে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি।

বিসিবির গৃহীত বিশেষ কার্যক্রমে রয়েছে-

১) সব ধারাভাষ্যকার ও উপস্থাপক বাংলা বর্ণমালা সম্বলিত বিশেষ পোশাক পরবেন।

২) ধারাভাষ্যকারগণ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ইতিহাস ও গুরুত্ব নিয়ে খেলা চলাকালে আলোচনা করবেন (ইংরেজি ও বাংলায়)।

৩) বাংলাদেশি ধারাভাষ্যকাররা বাংলায় ধারাভাষ্য দেবেন এবং বিদেশি ধারাভাষ্যকারেরাও তাদের ধারাভাষ্যের সময় কিছু বাংলা শব্দ ব্যবহার করবেন।

৪) খেলা শুরুর আগে খেলোয়াড়দের সাক্ষাৎকার নেওয়া হবে বাংলায়।

৫) ম্যাচ-পরবর্তী উপস্থাপনা ও সাক্ষাৎকার নেওয়া হবে বাংলায় (প্রয়োজনভেদে ইংরেজিতে, শুধুমাত্র বিদেশি খেলোয়াড়দের জন্য, যদি তাদের কেউ ম্যাচের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন)।

৬) সব দলের প্রতিটি খেলোয়াড়, খেলা পরিচালনাকারী কর্মকর্তা, ধারাভাষ্যকার ও উপস্থাপক বাংলা বর্ণমালা সম্বলিত বিশেষ বাহু বন্ধনী পরবেন।

৭) মাঠে অবস্থিত এলইডি বড় পর্দায় ভাষার মাসের কিছু উক্তি প্রদর্শিত হবে।

 

আরিয়ানএস/

আর্কাইভ