• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

সাফ ফাইনাল : প্রথমার্ধ শেষে ২ গোলে এগিয়ে বাংলাদেশ

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৩, ০১:০৭ এএম

সাফ ফাইনাল : প্রথমার্ধ শেষে ২ গোলে এগিয়ে বাংলাদেশ

সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও নেপাল। ম্যাচটির প্রথমার্ধ শেষে ২-০ গোলে এগিয়ে আছে স্বাগতিক বাংলাদেশ। 

ম্যাচের ৪৩তম মিনিটে বাংলাদেশকে এগিয়ে নেন শাহিদা আক্তার রিপা। রিপার গোলের দুই মিনিটের মধ্যে ব্যবধান দ্বিগুণ করেন শামসুন্নাহার জুনিয়র। ৪৫তম মিনিটে গোলটি করেন তিনি। 
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে সন্ধ্যা ৬টা শুরু হয় ম্যাচটি। খেলাটি সরাসরি দেখা যাচ্ছে বিটিভি ওয়ার্ল্ড-এ।


গত সেপ্টেম্বরে মেয়েদের সিনিয়র সাফে এই নেপালকে হারিয়েই ইতিহাস রচনা করেছিল বাংলাদেশের মেয়েরা। সেই দলের অন্যতম সদস্য ছিলেন শামসুন্নাহার জুনিয়র। এবার তার নেতৃত্বে শিরোপার লড়াইয়ে নেমেছে লাল-সবুজের জার্সিধারীরা। 
গত ছয় মাসের মধ্যে সাফের তিনটি ভিন্ন প্রতিযোগিতার শিরোপা লড়াইয়ে বাংলাদেশ ও নেপাল। জাতীয় দলের স্বপ্নপূরণের পর ২০২২ সালের নভেম্বরে কমলাপুরে নেপালের কাছে হেরে স্বপ্ন ভেঙেছিল অনূর্ধ্ব-১৫ বয়সী মেয়েদের। তিন মাসের ব্যবধানে প্রতিশোধের মঞ্চও পেয়ে গেছেন গোলাম রব্বানী ছোটনের দল।

 

আরিয়ানএস/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ