• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ভূমিকম্পে প্রাণ হারালেন তুরস্কের গোলরক্ষক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৩, ০৮:৩৭ পিএম

ভূমিকম্পে প্রাণ হারালেন তুরস্কের গোলরক্ষক

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

 

সময় যত গড়াচ্ছে তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে হতাহতের সংখ্যা ততই বাড়ছে। নিহতের সংখ্যা প্রায় ৮ হাজার ছুঁই ছুঁই। এরই মধ্যে জানা গেল, স্মরণকালের অন্যতম ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে প্রাণ হারিয়েছেন তুরস্কের গোলরক্ষক আহমেত ইউপ তুরকাসলান।

ভূমিকম্পের পর ধ্বংসস্তূপে আটকা পড়েছিলেন ঘানার ফুটবলার ক্রিশ্চিয়ান আতসু। তাকে জীবিত উদ্ধার করা গেলেও তুর্কি গোলরক্ষক ফিরলেন লাশ হয়ে। জানা গেছে, তুরস্কে ভূমিকম্প আঘাত হানার পর থেকেই নিখোঁজ ছিলেন দেশটির দ্বিতীয় বিভাগের দল ইয়েনি মালাতইয়াসপরে খেলা এই গোলরক্ষক। পরে ধ্বংসস্তূপ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তার মৃত্যুর বিষয়টি ক্লাবের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

টুইটারে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে ইয়েনি মালাতইয়াসপরে লিখেছে, ‘ভূমিকম্পে আমাদের গোলরক্ষক আহমেত ইউপ তুরকাসলান প্রাণ হারিয়েছে। শান্তিতে ঘুমাও। আমরা তোমাকে ভুলব না। কী দারুণ এক মানুষ ছিলে!’

এর আগে ধংসস্তূপের নিচে চাপা পড়া চেলসি ও নিউক্যাসেলের সাবেক ফুটবলার আতসু বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছে ডেইলি মেইল। পর্তুগিজ স্পোর্টস সাইট ‘এ বোলা’র বরাতে ডেইলি মেইল জানিয়েছে, ভূমিকম্পের ঘটনায় ৩১ বছর বয়সী ঘানার ওই ফুটবলার ধ্বংসস্তূপের নিচে পাড়া পড়ে। জরুরি উদ্ধারকর্মীরা তাকে উদ্ধার করে। তার শ্বাস নিতে সমস্যা হওয়ায় এবং ডান পায়ে আঘাত থাকায় তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ভূমিকম্পের পর সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে নিউক্যাসল জানায়, ‘ক্রিশ্চিয়ান আতসুর জন্য প্রার্থনা করুন। যেন কিছু ভালো খবর পাওয়া যায়।’

গত সোমবার ভোর ৪টা ১৭ মিনিটে তুরস্ক-সিরিয়া সীমান্তে শক্তিশালী ভূমিকম্প হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৮। 

 

সাজেদ/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ