• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

দ্বিতীয় রাউন্ডে স্পেন

প্রকাশিত: জুন ২৪, ২০২১, ০২:৩৪ এএম

দ্বিতীয় রাউন্ডে স্পেন

ক্রীড়া ডেস্ক

ইউরোর প্রথম দুই ম্যাচে ড্র। অস্বস্তিতে গোটা স্পেন শিবির। দ্বিতীয় রাউন্ডে যেতে হলে জিততে হবে শেষ ম্যাচ। এমন সমীকরণে স্লোভাকিয়ার বিপক্ষে মাঠে নামে লুইস এনরিকের শিষ্যরা।

সেভিয়ার এস্তাদিও দে লা কার্তুজা মাঠে নামে স্পেন ও স্লোভাকিয়া। নিজেদের মাঠে ম্যাচের শুরুতেই এগিয়ে যেত পারত স্পেন। কোকোকে ডি বক্সে ফাউল করলে ভিএআরের পেনাল্টি পায় তারা। কিন্তু স্পট কিক থেকে স্পেনকে এগিয়ে দিতে পারেননি আগের দুই ম্যাচে গোল মিসের মহড়া দেয়া আলবারো মোরাতা।

নিজেদের পায়ে বল রেখে একের পর এক আক্রমণ করতে থাকে স্পেন। কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা পাওয়া যাচ্ছিল না। পরপর দুই মিনিটের ব্যবধানে দুটি সুযোগ মিস করে স্পেন।

ম্যাচের ৩০ মিনিটে বল জড়ায় স্লোভাকিয়ার জালে। তবে দুর্ভাগ্যবশত গোলটি করেন স্লোভাকিয়ার গোলরক্ষক দুবব্রাউকার। প্রথমার্ধের আগেই ব্যবধান দ্বিগুণ করেন লাপোর্তা। মরেনোর গোলমুখে বাড়ানো বলে হেডে গোল করেন তিনি। দুই গোলের লিড নিয়ে বিরতিতে যায় স্পেন।

দ্বিতীয়ার্ধে আক্রমণের তীব্রতা বাড়ায় এনরিকের শিষ্যরা। একের পর এক আক্রমণে ব্যস্ত হয়ে পড়ে স্লোভাকিয়ার ডিফেন্স। ম্যাচের ৫৬ মিনিটে ফের স্লোভাকিয়ার জালে বল জড়ায় স্পেন। জর্ডি আলবার পাস ডি-বক্সে মাঝ বরাবর পেয়ে দারুণভাবে গোল করেন সারাবিয়া। ৬৭ মিনিটে চতুর্থ গোল করেন ফার্নান্দো তরেস। সারাবিয়ার বাড়ানো বল দারুণ ফ্লিকে গোল করেন তিনি।

এই চার গোল হলেই হয়ত ভুলে যেতে পারতো স্লোভাকিয়ার প্লেয়াররা। তবে ৭১ মিনিটে আবারও আত্মঘাতী গোল। এই গোলটি করলেন স্লোভাকিয়ার জুরাজ কুচকা। এরপর আর কোনো গোল না হলেও ৫-০ ব্যবধানে মাঠ ছাড়ে স্পেন।

৯০ মিনিটের খেলায় ৬৬ শতাংশ সময় নিজেদের পায়ে বল রাখে এনরিকের শিষ্যরা। গোল বার লক্ষ্য করে তারা শট দিয়েছে ৯টি। অন্যদিকে স্লোভাকিয়া দিতে পেরেছে মাত্র তিনটি। আর সাতটি কর্ণার পেয়েছে স্পেন। যেখানে স্লোভাকিয়ার সংখ্যা শূন্য। তবে ১৪ ও ৭টি করে হলুদ কার্ড 
পেয়েছে স্লোভাকিয়া ও স্পেনের খেলোয়াড়রা।

ম্যাচ শেষে পাঁচ পয়েন্ট নিয়ে 'ই' গ্রুপে রানারআপ স্পেন। দ্বিতীয় রাউন্ডে দলটি খেলবে ক্রোশিয়ার বিপক্ষে। আর গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার আর সম্ভাবনা নেই স্লোভাকিয়ার।

মামুন


ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ