প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৩, ১২:১৭ এএম
বিশ্বকাপকে সামনে রেখে চলতি বছর এশিয়া কাপ হবে ওয়ানডে ফরম্যাটে। যার স্বাগতিক দেশ পাকিস্তান। আর কোনো দেশের পাকিস্তানে যাওয়া নিয়ে কোনো দ্বিমত না থাকলেও বাঁধা হয়েছে ভারত। পাকিস্তানের সঙ্গে রাজনৈতিক দ্বন্দ্বের জেরে এবিসিসিআইয়ের সেক্রেটারি ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট জয় শাহ নিজ দেশের বোর্ডের সঙ্গে আলোচনা করে জানিয়েছেন, এশিয়া কাপ পাকিস্তানে হলে, খেলতে যাবে না টিম ইন্ডিয়া।
নিরপেক্ষ ভেন্যুতে আসর আয়োজনের জন্য তারা আলোচনা চালিয়ে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বর্তমান চেয়ারম্যান নাজাম শেঠির সঙ্গে। এর মধ্যে শনিবার (০৪ ফেব্রুয়ারি) বাহরাইনে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভা বসেছিল।
ভারতের একাধিক গণমাধ্যম জানিয়েছে, পাকিস্তান ও ভারতের বোর্ডের মধ্যে কথা হয়েছে। এটা অনেকটা নিশ্চিত হয়েছে যে এবারের এশিয়া কাপ পাকিস্তানে হচ্ছে না। এদিকে পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি নিরপেক্ষ ভেন্যু বেছে নিতে বলেছে। যেখানে জয় শাহ (বিসিসিআই প্রেসিডেন্ট) আরব আমিরাতের নাম প্রস্তাব দিয়েছেন। যদিও এখনো চূড়ান্ত হয়নি আসরের ভেন্যু।
এদিকে পাকিস্তানে আসতে না চাওয়ায় ভারতের ওপর চটেছেন দেশটির সাবেক ক্রিকেটার মিয়াঁদাদ। এক সাক্ষাতকারে তিনি বলেন, ‘ভারত যদি পাকিস্তানে খেলতে না আসে তো না আসবে। ওরা জাহান্নমে যেতে পারে। তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। আমি সর্বদা পাকিস্তানকে সমর্থন করেছি। যখনই কোনও সমস্যা তৈরি হয়েছে, আমি ভারতকে ছেড়ে কথা বলিনি। আমাদের উচিত নিজেদের দিকটায় নজর দেওয়া। আমাদের দিক থেকে যেটা ঠিক মনে হবে, সেটাইকেই গ্রহণ করা উচিত এবং সেটার জন্যই লড়াই করা দরকার।’
মূলত পাকিস্তানের মাটিতে বাবরদের বিপক্ষে হেরে যাওয়ার ভয়েই ভারত সেখানে সফর করতে চায় না বলে দাবি করেছেন মিয়াঁদাদ। তার মতে, পাকিস্তান এসে কোহলিরা হারলে, ভারতের জনগণ দেশে হাঙ্গামা শুরু করে দেবে।
এ বিষয়ে মিয়াঁদাদ বলেন, ‘পাকিস্তানে এসে খেলুক না। কেন আসে না ওরা? ওরা আসলে পালিয়ে বাঁচে। ভারত যদি এখানে এসে হেরে যায়, তবে ওরা জানে সমস্যায় পড়তে হবে ওদের। ভারতের লোক সেটা হজম করতে পারবে না। হাঙ্গামা শুরু করে দেবে। এটা আমাদের সময়েও হয়েছে। একারণেই ওরা আমাদের সঙ্গে খেলতে চায় না।’