• ঢাকা শুক্রবার
    ০৩ জানুয়ারি, ২০২৫, ২০ পৌষ ১৪৩১

মাশরাফির বিপিএল কি শেষ হয়ে গেল?

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৩, ০৯:৪৫ পিএম

মাশরাফির বিপিএল কি শেষ হয়ে গেল?

ক্রীড়া ডেস্ক

মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে চলতি বিপিএলের নবম আসরে সিলেট স্ট্রাইকার্স যেন উড়ছে। সবার আগে প্লে অফ নিশ্চিত করেছে। দুর্দান্ত নেতৃত্বের পাশাপাশি বল হাতেও আগুন ঝরাচ্ছেন চল্লিশ ছুঁই ছুঁই মাশরাফি। প্লে অফের আগে সেই মাশরাফিকে নিয়েই দুশ্চিন্তায় পড়ে গেল পয়েন্ট টেবিলের শীর্ষ দলটি। ইনজুরির কারণে ম্যাশকে কবে পাওয়া যাবে সেটা এখন পর্যন্ত অনিশ্চিত।

আগামী বুধবার খুলনা টাইগার্সের মুখোমুখি হবে মাশরাফির সিলেট। এর আগে আজ সোমবার মিরপুর শেরে বাংলায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিলেট স্ট্রাইকার্সের ব্যাটিং কোচ তুষার ইমরান বলেছেন, ‍‍`মাশরাফি আগামী ম্যাচে অনিশ্চিত। ফিজিওর সিদ্ধান্তের ওপর তার খেলা নির্ভর করবে। তবে আশা করছি সামনের ম্যাচে না পেলেও কোয়ালিফায়ারে মাশরাফিকে আমরা পাব।‍‍`

উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খুলনা টাইগার্সের বিপক্ষে বল করার সময়  চোট পান মাশরাফি। সেই চোটের কারণে গত শনিবার মিরপুর শেরে বাংলায় রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচে ম্যাশকে বিশ্রামে রাখা হয়েছিল। তার পরিবর্তে অধিনায়কত্ব করেছেন মুশফিকুর রহিম। তবে ম্যাচটি ৮ উইকেটের বিশাল ব্যবধানে জিতে নেয় রংপুর রাইডার্স।

আর্কাইভ