• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বিপিএল খেলতে পাকিস্তান গিয়েও ফেরত আসছেন ইমাদ-আমির

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৩, ০৮:৪২ পিএম

বিপিএল খেলতে পাকিস্তান গিয়েও ফেরত আসছেন ইমাদ-আমির

ক্রীড়া ডেস্ক

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে সিলেট স্ট্রাইকার্সের হয়ে মাঠ মাতিয়েছেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। দেশটির অলরাউন্ডার ইমাদ ওয়াসিমও খেলেছেন সিলেটের হয়ে। তবে পিএসএল খেলতে গেল বুধবার সিলেট থেকে বিদায় নিয়ে দেশে ফেরেন তারা। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে আবারও সিলেটের ডেরায় যোগ দিচ্ছেন এই দুই ক্রিকেটার। 

সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেছে সিলেট ফ্র্যাঞ্চাইজি। তারা জানিয়েছে, লিগ পর্বের শেষ ম্যাচে সিলেটের হয়ে খুলনা টাইগার্সের বিপক্ষে খেলবেন মোহাম্মদ আমির এবং ইমাদ ওয়াসিম। চলতি বিপিএলে সিলেটের হয়ে আমির ১০ ম্যাচ খেলে সংগ্রহ করেছেন ১৩ উইকেট। সমান সংখ্যাক ম্যাচ খেলে ইমাদ নিয়েছেন ১০ উইকেট।

৮ ফেব্রুয়ারি মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে দুপুর দেড়টায় খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে নামবে সিলেট স্ট্রাইকার্স। ম্যাচে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে পাবে না দলটি। গ্রোয়েনের ইনজুরির কারণে বেশ অস্বস্তিতে ভুগছেন এই তারকা পেসার। শঙ্কা জেগেছে কেয়ালিফায়ার ম্যাচে খেলা নিয়েও।

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ