• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

এনজোকে না পেয়ে আরেক আর্জেন্টাইনকে চায় ম্যানসিটি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৩, ০৩:৫৩ এএম

এনজোকে না পেয়ে আরেক আর্জেন্টাইনকে চায় ম্যানসিটি

ক্রীড়া ডেস্ক

সদ্য শেষ হওয়া শীতকালীন দলবদলের মৌসুমে এনজো ফার্নান্দেজকে নিজেদের দলে ভেড়ানোর চেষ্টা করেছিল ম্যানচেস্টার সিটি। তবে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডারকে ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বোচ্চ ১২১ কোটি ইউরোতে দলে ভেড়ায় চেলসি। তাই এনজোকে না পেয়ে এখন আরেক আর্জেন্টাইনের দিকে চোখ রাখছে ম্যানসিটি।

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী আরেক মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারকে নিজেদের দলে ভেড়াতে ইতোমধ্যে উঠে পড়ে লেগেছেন সিটিজেন বস পেপ গার্দিওলা। ফিচাজেসের বরাত দিয়ে অ্যালিস্টারকে দলে টানার চেষ্টার কথা নিশ্চিত করেছে ফুটবল বিষয়ক জনপ্রিয় গণমাধ্যম ‘গোলডটকম’।

সাম্প্রতিক সময়ে ইংলিশ ক্লাবটি আর্জেন্টাইন ফুটবলারদের দিকে ঝুঁকতে শুরু করেছে। ইতোমধ্যে তারা জুলিয়ান আলভারেজ এবং পিরোনেকে দলে অন্তর্ভূক্ত করেছে। ম্যানসিটির হয়ে দুজনে মাঠ মাতাচ্ছেন। বিশ্বকাপজয়ী তরুণ ফরোয়ার্ড আলভারেজ তো ইতোমধ্যে ক্লাবে নিজের সামর্থের জানান দিয়েছেন। এখন তাদের নজর আরেকজন আর্জেন্টাইনের দিকে।

অবশ্য অ্যালিস্টারের দিকে চোখ দেওয়ার যথেষ্ট কারণ আছে পেপ গার্দিওলার। গুঞ্জন আছে আগামী মৌসুমে সিটির ডাগআউট ছাড়তে পারেন জার্মান মিডফিল্ডার গুন্দুগান। তাই আগে থেকেই সিটিজেনরা আরেক ইংলিশ ক্লাব ব্রাইটনে খেলা এই আর্জেন্টাইন তারকাকে পেতে চাচ্ছে। কারণ গুন্দুগান যদি চলে যায়, তাহলে যেন কোনও সমস্যায় না পড়তে হয় সিটিকে।

বর্তমানে ব্রাইটনের হয়ে দুর্দান্ত পারফর্ম করছেন ২৪ বছর বয়সী অ্যালিস্টার। কাতার বিশ্বকাপেও আর্জেন্টিনার হয়ে নজর কাড়া পারফরম্যান্স করেছেন তিনি। সেই কারণেই অ্যালিস্টারের পারফরম্যান্সে মুগ্ধ হয়ে গার্দিওলা এখন তাকে চাচ্ছে।

অ্যালিস্টার ২০১৮-১৯ মৌসুমে ব্রাইটনে যোগ দেন। এরপর এখন পর্যন্ত ক্লাবটির হয়ে ৮০ ম্যাচ খেলে ১১ গোল করেছেন এই মিডফিল্ডার। আগামী মৌসুমে ম্যানসিটির ডাগআউটে তাকে দেখা যায় কিনা সেটার অপেক্ষাই এখন করতে হবে সমর্থকদের।

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ