• ঢাকা বৃহস্পতিবার
    ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

মাঠে নামছে রিয়াল মাদ্রিদ ও ম্যানসিটি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৩, ১২:১৯ এএম

মাঠে নামছে রিয়াল মাদ্রিদ ও ম্যানসিটি

ক্রীড়া ডেস্ক

এদিকে, ইপিএলে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি। এ ম্যাচটি মাঠে গড়াবে রাত সাড়ে ১০টায়।

চলতি মৌসুমে বার্সেলোনার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই চলছে রিয়াল মাদ্রিদের। তবে লড়াইটা মাঠের খেলায় নয়, পয়েন্ট টেবিলের শীর্ষে উঠার লড়াইয়ে ইঁদুর-বেড়াল দৌড় চলছে দুই স্প্যানিশ জায়ান্টের মধ্যে। নিজেদের শেষ ম্যাচে জিতে ব্যবধান কিছুটা কমালেও, টেবিল টপার হতে আগামী কয়েক ম্যাচ জয় ভিন্ন কোনো উপায় নেই তাদের।

বছরের শুরু থেকে টানা জয় পায়নি মাদ্রিদিস্তারা। ফুটবলারদের ছন্দহীনতা, মাঠে বিবর্ণ পারফরম্যান্স; সবকিছু মিলে নিজেদের সের ফর্ম ফিরে পাচ্ছে না রিয়াল মাদ্রিদ। লা লিগায় এখন পর্যন্ত খেলা ১৯ ম্যাচের ১৪টিতে জয় আছে লস ব্ল্যাঙ্কোসদের। বার্সার সঙ্গে ৫ পয়েন্ট ব্যবধান নিয়ে টেবিলের দুইয়ে আছে দলটি। তবে, নিজেদের শেষ ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে জিতে আত্মবিশ্বাসী মাদ্রিদ শিবির

বস কার্লো অ্যানচেলত্তির জন্য আছে সুখবর। প্রতিপক্ষ মায়োর্কা চলতি মৌসুমে একেবারেই ছন্দে নেই। লিগে এখন পর্যন্ত খেলা ১৯ ম্যাচের মাত্র ৭টিতে জিতেছে তারা। মায়োর্কার বিপক্ষে জিতে জয়ের ধারায় ফেরার লক্ষ্য মাদ্রিদিস্তাদের। এছাড়াও, এ ম্যাচে রিয়াল বস পাচ্ছেন কামাভিঙ্গা, ভালভার্দে, চুয়ামিনি, কারভাহালদের মতো ফুটবলারদের। তাই, কিছুটা স্বস্তির সুবাতাস বইছে রিয়াল শিবিরে।

এদিকে, ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে মাঠে নামবে টটেনহ্যাম হটস্পার। এবারের মৌসুমে ইপিএলে সিটিজেনরা আছে দুর্দান্ত ছন্দে। অনবদ্য পারফরম্যান্স আর ফুটবলাদের দুর্দান্ত ফর্ম নিয়ে টেবিলের দুইয়ে আছে পেপ গার্দিওলার শিষ্যরা। দুর্দান্ত ছন্দে থাকা আর্লিং হলান্ড, রিয়াদ মাহরেজদের নৈপুণ্যে টটেনহ্যামের বিপক্ষে জয়ের লক্ষ্য সিটিজেনদের।


আর্সেনালের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমাতে মরিয়া পেপ গার্দিওলার দল। এফএ কাপে আর্সেনালের বিপক্ষে জিতে আত্মবিশ্বাসটাও তুঙ্গে হলান্ডদের। নিখুঁত পরিকল্পনায় এ ম্যাচে জয় তুলে নিতে মুখিয়ে আছে ম্যানসিটি।

আর্কাইভ