• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

দলে নেই মাশরাফী, ব্যাটিংয়ে সিলেট

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৩, ০১:৩৫ এএম

দলে নেই মাশরাফী, ব্যাটিংয়ে সিলেট

ক্রীড়া ডেস্ক

শনিবার (০৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সন্ধ্যার ম্যাচে রংপুরের সামনে সুযোগ আছে টেবিলের দুুইয়ে ওঠার। অন্যদিকে এ ম্যাচ জিতলে শীর্ষস্থান থেকে সিলেটকে হঠাতে পারবে না কেউ।

এদিকে প্রথমবারের মতো সিলেটের দলে নেই মাশরাফী। মূলত আগের ম্যাচে চোটে পড়ায় রংপুর রাইডার্সের বিপক্ষে বিশ্রামে আছেন তিনি। তার বদলে সিলেটকে নেতৃত্ব দেবেন মুশফিকুর রহিম। মাশরাফীর জায়গায় খেলবেন পাকিস্তানি পেসার মোহাম্মদ ইরফান।

সিলেট ও রংপুর উভয় দল ইতোমধ্যে কোয়ালিফায়ার নিশ্চিত করেছে। ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে সিলেট। ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে চারে অবস্থান করছে রংপুর।

সিলেট স্ট্রাইকার্স একাদশ: তৌহিদ হৃদয়, নাজমুল হোসেন, টম মুর্স, মুশফিকুর রহিম (অধিনায়ক), জাকির হাসান, থিসারা পেরেরা, রেজাউর রহমান রাজা, রুবেল হোসেন, নাবিল সামাদ, রায়ান বার্ল ও মোহাম্মদ ইরফান।


রংপুর রাইডার্স একাদশ: মোহাম্মদ নাঈম, রনি তালুকদার, শেখ মেহেদী হাসান, নুরুল হাসান সোহান (অধিনায়ক), শোয়েব মালিক, অ্যারন জোন্স, আজমতুল্লাহ ওমরজাই, শামীম হোসেন, রবিউল হক, হারিস রউফ ও হাসান মাহমুদ। 

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ