• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

রিজওয়ান-মোসাদ্দেকে কুমিল্লার জয়

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৩, ১২:৪৫ এএম

রিজওয়ান-মোসাদ্দেকে কুমিল্লার জয়

ক্রীড়া ডেস্ক

প্লে–অফের চার দল নিশ্চিত হয়েছে আগেই। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ানসের জন্য আজকের ম্যাচ থেকে তাই অর্জনের তেমন কিছু ছিল না। তবু চট্টগ্রামের কোচ জুলিয়ান উডের আশা, প্লে–অফে জায়গা না পেলেও পয়েন্ট তালিকার পাঁচে থেকে বিপিএল শেষ করবে তাঁর দল। ওদিকে কুমিল্লার চোখ পয়েন্ট তালিকার শীর্ষ দুইয়ে থাকা।

সে জন্য আজ চট্টগ্রামকে হারাতেই হতো ইমরুল কায়েসের দলকে। যেটা মোহাম্মদ রিজওয়ানের সৌজন্যে সহজেই করতে পেরেছে ভিক্টোরিয়ানস। চট্টগ্রামের করা ৭ উইকেটে ১৫৬ রান তুলে ১ ওভার ও ৬ উইকেট হাতে রেখে টপকে গেছে কুমিল্লা। রান তাড়ায় অবশ্য কুমিল্লার শুরুটা ভালো হয়নি। চোটের কারণে এ ম্যাচে বিশ্রামে থাকা লিটন দাসের অবর্তমানে ইনিংস শুরু করতে নামা সৈকত আলী ১৫ রান করে আউট হন। ইমরুল কায়েস (১৫) ও জনসন চার্লসের (৯) ইনিংসও বড় হয়নি।

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ