• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে বাংলাদেশ

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৩, ০২:৩৯ এএম

প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে বাংলাদেশ

ছবিঃ সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

সাফ অ-২০ নারী চ্যাম্পিয়নশীপে স্বাগতিক বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে খেলছে। হিমালয় দেশের সঙ্গে প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে আছে লাল-সবুজের দল।

ম্যাচের দ্বিতীয় মিনিটেই বাংলাদেশকে লীড এনে দেন আকলিমা খাতুন। ঘরোয়া লিগে সর্বোচ্চ গোলদাতা আকলিমা সাফে বাংলাদেশের হয়ে শুভসূচনা করেন। বারো মিনিট পর শামসুন্নাহার ব্যবধান দ্বিগুণ করেন। বক্সের মধ্যে দারুণভাবে বলের নিয়ন্ত্রণ নিয়ে গোল করেন।


২৪ মিনিটে খেলায় ফিরে নেপাল। সফরকারীদের আক্রমণ ক্লিয়ার করতে গিয়ে কর্ণার হয়। সেই কর্ণার থেকে গোল পায় নেপাল৷ মনমায়া দামাইয়ের নেয়া শট পোস্টের ভেতরের অংশ লেগে গোল হয়।

এক গোল পরিশোধ করে নেপাল বাংলাদেশকে চেপে ধরে। ম্যাচের ৪০ মিনিটে বাংলাদেশের গোলরক্ষক রুপ্না চাকমা বক্সের সামনে এসে একটি সেভ করেন৷ বাংলাদেশ বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করলেও দুই বারের বেশি সফল হতে পারেনি। 

 

সাজেদ/

আর্কাইভ