• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বাংলাদেশকে নিয়ে যা বললেন মেসি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৩, ০৫:২৮ পিএম

বাংলাদেশকে নিয়ে যা বললেন মেসি

ক্রীড়া ডেস্ক

৩৬ বছর পর আর্জেন্টিনাকে শিরোপা এনে দেয়া মহানায়ক মেসি কথা বলেছেন বাংলাদেশকে নিয়ে। কাতার বিশ্বকাপ শেষ হয়েছে, কিন্তু রেশ যেন কিছুতেই কাটছে না। নতুন করে রেশ তৈরি করেছেন লিওনেল মেসি।  আর্জেন্টাইন এ তারকা বাংলাদেশি ভক্তদের সমর্থনের বিষয়েও কথা বলেছেন।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ওলে’কে বিশ্বকাপের বিষয়ে সাক্ষাৎকার দিয়েছেন মেসি। সেখানে উঠে এসেছে বাংলাদেশের বিষয়টিও। আর তখন অকপটে এখানকার ভক্তদের কথা বলে দিয়েছেন ফুটবলের এই জাদুকর।
বাংলাদেশের বিষয়ে বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসি বলেন, ‘আমি দেখেছি। সেখানে সব জায়গায় ১০ নম্বর জার্সি ছিল। ফাইনাল ম্যাচের আগে বিষয়টি আমি দেখেছি। আমাকে এ বিষয়ে সোফি (আর্জেন্টিনার সাংবাদিক) বলেছে। পৃথিবীর সব জায়গায় মেসির ১০ নম্বরের জার্সি ছড়িয়ে পড়তে দেখে আমার খুবই ভালো লেগেছে।’
সাক্ষাৎকারে মেসি আরও বলেন, ‘বিশ্বকাপের সময় আমরা আরও দেখেছি পুরো বিশ্বের ভক্তরা আমাদের উৎসাহ দিয়েছে। গ্যালারি ভর্তি করে উল্লাস করেছে। বিষয়গুলো খুব দ্রুত ছড়িয়ে পড়েছিল সারা বিশ্বে।’
এর আগে বিশ্বকাপ চলাকালীন আর্জেন্টিনার সংবাদমাধ্যমে বাংলাদেশের ফুটবল সমর্থন নিয়ে খবর প্রকাশ করা হয়েছিল। টুইটারে বাংলাদেশের ফুটবল উন্মাদনার ছবিও প্রকাশ করেছিল আর্জেন্টিনার ফুটবল সংস্থা। এ ছাড়া মেসিদের কোচ লিওনেল স্কালোনিও বাংলাদেশকে নিয়ে কথা বলেছিলেন।
শুধু তাই নয় দেশটির শহর বুয়েনস আইরেসেও বাংলাদেশের জাতীয় পতাকা ওড়ানো হয়েছিল। বাংলাদেশের ফুটবলপ্রেম দেখে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনও (ফিফা) অবাক হয়েছিল। টুইটারে সংস্থাটিও এখানকার ফুটবল উন্মাদনা তুলে ধরেছিল।


গত ১৮ ডিসেম্বর কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে তৃতীয়বারের মতো ফুটবল বিশ্বকাপ জয়ের স্বাদ পায় মেসিদের দল। ১৯৭৮ ও ১৯৮৬ সালের পর ফুটবলের এই সর্বোচ্চ পুরস্কার জেতে আলবিসেলেস্তেরা।

 

 

এনএমএম/এএল
 

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ