• ঢাকা রবিবার
    ০৫ জানুয়ারি, ২০২৫, ২২ পৌষ ১৪৩১

উদ্বোধনী ম্যাচে নেপালের মুখোমুখি স্বাগতিক বাংলাদেশ

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৩, ০৪:৫৫ পিএম

উদ্বোধনী ম্যাচে নেপালের মুখোমুখি স্বাগতিক বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, ঢাকা

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের প্রথম দিনই মাঠে নামছে স্বাগতিক বাংলাদেশ। প্রতিপক্ষ হিমালয়ের দেশ নেপাল। বয়সভিত্তিক নারী সাফের সব কটি আসরের ফাইনালে খেলেছে লাল-সবুজের প্রতিনিধিরা। ঘরের মাঠে প্রতিটি ম্যাচে জয়ের লক্ষ্য কোচ গোলাম রব্বানী ছোটনের। অন্যদিকে শক্তিমত্তায় পিছিয়ে থাকলেও প্রতিদ্বন্দ্বিতার আভাস দিয়েছে নেপাল। কমলাপুর স্টেডিয়ামে দুই দলের ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়।
টুর্নামেন্ট শুরুর আগে বাফুফে ভবনে একত্রিত হয়েছিল চার দেশের কোচ ও অধিনায়ক। বয়সভিত্তিক সাফে এর আগে একে অপরের মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা আছে কয়েকবার। 
প্রথম দিনই মাঠে নামছে স্বাগতিক বাংলাদশ। প্রতিপক্ষ নেপাল। যাদের বিপক্ষে গেল সেপ্টেম্বরে সাফ জয়ের স্মৃতি এখনও জ্বলজ্বলে। সেই দলের ছয়জন খেলবেন অনূর্ধ্ব-২০ সাফে। ঘর কিংবা পর, বয়সভিত্তিক নারী সাফে সব টুর্নামেন্টের ফাইনালে খেলেছে বাংলাদেশ। এই পরিসংখ্যান আশা দেখাচ্ছে বর্তমান রানার্সআপদের।
বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দলের অধিনায়ক শামসুন্নাহার জুনিয়র বলেন, ‘এর আগে দুটি টুর্নামেন্ট খেলেছি আমরা, অনূর্ধ্ব-১৫ সাফ এবং অনূর্ধ্ব-১৮ সাফ। মূলত ওই দলগুলো থেকেই ঘুরিয়ে-ফিরিয়ে এই অনূর্ধ্ব-২০ দল গঠন করা হয়েছে। প্রথম ম্যাচেই নেপালের মুখোমুখি হব আমরা। আর নেপালের বিপক্ষেই আমরা আমাদের সেরাটা দেব।‍‍’
এদিকে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের প্রধান কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, ‘আমাদের মেয়েরা প্রতিটি টুর্নামেন্টে ধারাবাহিকভাবে ভালো খেলছে। আমি আশা করি এই টুর্নামেন্টেও ভালো খেলবে। নেপালের সঙ্গে অবশ্যই প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ হবে। তবে আমরা আমাদের সেরাটা দেয়ার জন্য প্রস্তুত আছি।’
নেপাল বয়সভিত্তিকে বাংলাদেশের চেয়ে অনেক পিছিয়ে। এখানে আসার আগে দুই মাসের একটা ক্যাম্প করেছে হিমালয়কন্যারা। দলে নতুন মুখ চারজন। তিনজনের আছে সিনিয়র সাফ দলের হয়ে সাফ ফাইনাল খেলার অভিজ্ঞতা।
তবে টুর্নামেন্ট ঘিরে বাফুফের নেই কোনো প্রচারণা। নারী ফুটবলের সাফল্য উদ্‌যাপনে আগ্রহ থাকে ঠিকই। দর্শকরা ৫০ টাকা দিয়ে টিকিট কেটে ম্যাচ উপভোগ করতে পারবেন। রাতে ফ্লাডলাইটের নিচে ম্যাচ হলেও বাংলাদেশ একদিনও ফ্লাডলাইটের নিচে অনুশীলন করেনি।


কমলাপুর স্টেডিয়ামে হবে আসরের প্রতিটি ম্যাচ। টুর্নামেন্টে টিকে থাকতে প্রতিটি ম্যাচ জয় গুরুত্বপূর্ণ।

 

এনএমএম /এএল

আর্কাইভ