• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

দলে ফেরার ঈঙ্গিত দিলেন আমির - শোয়েব

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৩, ০৪:২৪ পিএম

দলে ফেরার ঈঙ্গিত দিলেন আমির - শোয়েব

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলে নিজ দলে  প্রত্যাবর্তনের নজির কম নেই। দীর্ঘদিন ফর্মের বাইরে থাকা খেলোয়াড়রা বাংলাদেশের এই টুর্নামেন্টের পারফরম্যান্স দেখিয়ে দলে ঢোকার সুযোগ তৈরি করেন। এবার সেই তালিকায় যুক্ত হতে পারেন পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ আমির ও শোয়েব মালিক।

গত ২৩ জানুয়ারি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দায়িত্ব পাওয়া প্রধান নির্বাচক হারুন রশিদ এমন ঈঙ্গিত দিয়েছেন। তার মতে, জাতীয় দলের জার্সিতে দেখা যেতে পারে এই দুই ক্রিকেটারকে।

বিপিএলের নবম আসরে সিলেট স্ট্রাইকার্সের হয়ে এখন পর্যন্ত ১০ ম্যাচে ১৩ উইকেট নিয়েছেন  আমির। আর রংপুর রাইডার্সের জার্সিতে ৮ ম্যাচ থেকে ২৩১ রান করেছেন শোয়েব মালিক। তাদের এই পারফরম্যান্সে নজর রেখেছে পিসিবি।

প্রধান নির্বাচক হারুন রশিদ বলেছেন, ‘দলে গুরুত্বপূর্ণ ভূমিকা যারা রাখতে পারে, আমরা তাদের দিকে নজর রেখেছি। আর এই সময়ে যারা দলের সঙ্গে ভালোভাবে সমন্বয় করে উঠতে পারবে, তাদের দলে ফেরার কোনো বাধা নেই।’

পিসিবি সভাপতি নাজাম শেঠি জানিয়েছেন, ‘আমির যদি অবসর থেকে ফিরে আসে, তাহলে জাতীয় দলে খেলতে কোনো বাধা নেই। এই মুহূর্তে আমির চাইলে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেন।’

ক্রিকেট বোর্ডের সঙ্গে ভালো সময় না যাওয়ায় ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছিলেন পাকিস্তানি বাঁহাতি পেসার মোহাম্মদ আমির। এরপরে জাতীয় দলে না ফেরার কথা বলে আসছিলেন তিনি। তবে এবার কিছুটা নমনীয় রয়েছেন আমির। হয়তো তিনি দলে ফেরারই অপেক্ষা করছেন। সে জন্য রয়েছে শুধু সময়ের অপেক্ষা।

অন্যদিকে দলে ফেরার সুযোগ রয়েছে শোয়েব মালিকেরও। প্রধান নির্বাচক বলেছন, ‘গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে মালিকের মতো অভিজ্ঞ খেলোয়াড়দের প্রয়োজন রয়েছে। যে কোনো মুহূর্তে তারা খেলা ঘুরিয়ে দিতে পারে এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে।’ 

 

কিউ/এসএ

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ